লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চার্জ শেষ হওয়ার চিন্তা নেই, 9098mAh ব্যাটারি সহ আসছে Oppo Pad SE

Published on:

অপ্পো নতুন একটি ট্যাবলেটের উপর কাজ করছে, যার নাম Oppo Pad SE। এটি ওয়াই-ফাই ও এলটিই ভার্সনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই ডিভাইসটির নাম নিশ্চিত করেছে IMDA সার্টিফিকেশন। এছাড়া ট্যাবটি গিকবেঞ্চ সহ বিভিন্ন বেঞ্চমার্ক সাইটেও উপস্থিত হয়েছে। এখন আবার Oppo Pad SE কে TUV Rheinland সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এখান থেকে এর ব্যাটারি ও চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।

READ MORE:  iQOO Z9x 5G Huge Discount: ১০ হাজার টাকায় 5G স্মার্টফোন, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | 5G Smartphones Under 10000 Rupees

Oppo Pad SE পেল TUV Rheinland থেকে অনুমোদন

অপ্পো প্যাড এসই ডিভাইসটি এই সার্টিফিকেশন সাইটে OPD2419 ও OPD2420 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এরমধ্যে প্রথম মডেল নম্বরে ওয়াই-ফাই এবং দ্বিতীয় মডেল নম্বরে এলটিই সাপোর্ট করবে। আর জানা গেছে, এতে ৯০৯৮ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন এই ট্যাবলেট সম্পর্কে এর আগে কি কি তথ্য সামনে এসেছিল জেনে নেওয়া যাক।

READ MORE:  iQOO Neo 10R Features: চোখের পলকে ফুল চার্জ হবে ফোন! বিরাট চমকের সঙ্গে দেশে আসছে iQOO Neo 10R | iQOO Neo 10R India Launch on March 11

Oppo Pad SE এর ফিচার ও স্পেসিফিকেশন

অপ্পো প্যাড এসই ট্যাবলেটে ১০.৯৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে ব্যবহার করা হবে মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ বা জি৯৯ আল্টিমেট প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম।

READ MORE:  স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Poco ফোনের দাম কমলো | Redmi Realme Poco Smartphone Storage Price

গিকবেঞ্চে Oppo Pad SE সিঙ্গেল কোর টেস্টে ৫৪৮ এবং মাল্টি কোর টেস্টে ১,৭৭২ স্কোর করেছে। এর ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আশা করা যায় এতে সাধারণ মানের ক্যামেরা সেটআপ থাকবে। আর এর দাম রাখা হবে ১৫,০০০ টাকার কাছাকাছি।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.