অপ্পো নতুন একটি ট্যাবলেটের উপর কাজ করছে, যার নাম Oppo Pad SE। এটি ওয়াই-ফাই ও এলটিই ভার্সনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই ডিভাইসটির নাম নিশ্চিত করেছে IMDA সার্টিফিকেশন। এছাড়া ট্যাবটি গিকবেঞ্চ সহ বিভিন্ন বেঞ্চমার্ক সাইটেও উপস্থিত হয়েছে। এখন আবার Oppo Pad SE কে TUV Rheinland সার্টিফিকেশন সাইটে দেখা গেল। এখান থেকে এর ব্যাটারি ও চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে।
Oppo Pad SE পেল TUV Rheinland থেকে অনুমোদন
অপ্পো প্যাড এসই ডিভাইসটি এই সার্টিফিকেশন সাইটে OPD2419 ও OPD2420 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এরমধ্যে প্রথম মডেল নম্বরে ওয়াই-ফাই এবং দ্বিতীয় মডেল নম্বরে এলটিই সাপোর্ট করবে। আর জানা গেছে, এতে ৯০৯৮ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আসুন এই ট্যাবলেট সম্পর্কে এর আগে কি কি তথ্য সামনে এসেছিল জেনে নেওয়া যাক।
Oppo Pad SE এর ফিচার ও স্পেসিফিকেশন
অপ্পো প্যাড এসই ট্যাবলেটে ১০.৯৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে ব্যবহার করা হবে মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৯ বা জি৯৯ আল্টিমেট প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম।
গিকবেঞ্চে Oppo Pad SE সিঙ্গেল কোর টেস্টে ৫৪৮ এবং মাল্টি কোর টেস্টে ১,৭৭২ স্কোর করেছে। এর ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আশা করা যায় এতে সাধারণ মানের ক্যামেরা সেটআপ থাকবে। আর এর দাম রাখা হবে ১৫,০০০ টাকার কাছাকাছি।