লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বড় সুখবর, নতুন ফিচার সহ Samsung Galaxy A55 5G স্মার্টফোনে এল One UI 7.0 আপডেট

Published on:

Samsung Galaxy A55 5G ফোন ব্যবহারকারীদের জন্য অবশেষে One UI 7.0 বিটা পোগ্রাম রোল আউট করা হল। ফলে ব্যবহারকারীরা নতুন Android 15 অপারেটিং সিস্টেমের স্বাদ নিতে পারবেন। গত মার্চেই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি নিশ্চিত করেছিল যে তারা এই ডিভাইসের জন্য শীঘ্রই One UI 7.0 এর বিটা ভার্সনের ঘোষণা করবে। সেই মতো এখন নতুন আপডেট চলে এল। এই আপডেট ইনস্টল করলে নতুন ফিচার ও ফ্রেশ ডিজাইন পাওয়া যাবে।

READ MORE:  Oppo Find X8 Ultra Battery: 6000mAh ব্যাটারি আধ ঘন্টায় ফুল চার্জ! চমকে দেবে Oppo-র নতুন ফোনের প্রযুক্তি | Oppo Find X8 Ultra Features

Samsung Galaxy A55 5G স্মার্টফোনে এল One UI 7.0 বিটা আপডেট

আপাতত দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ওয়ান ইউআই ৭.০ বিটা আপডেট আনা হয়েছে। এরজন্য ব্যবহারকারীদের স্যামসাং মেম্বার অ্যাপে লগইন করতে হবে। এক্ষেত্রে নিজের স্যামসাং আইডি ব্যবহার করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ওয়ান ইউআই ৭.০ বিটা পোগ্রাম’ লেখার উপর ক্লিক করে নিজেদের রেজিস্টার্ড করতে হবে।

READ MORE:  Realme Neo 7x Price: 6000mah ব্যাটারি ও 512 জিবি স্টোরেজের সঙ্গে একদম সস্তায় লঞ্চ হল Realme Neo 7x | Realme Neo 7x Specification

রেজিস্ট্রেশনের পর স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ব্যবহারকারীদের ফোনের সেটিংস > সফটওয়্যার আপডেট > ডাউনলোড এন্ড ইনস্টল অপশনে গিয়ে নতুন আপডেট ইনস্টল করতে হবে।

আশা করা যায়, দক্ষিণ কোরিয়ার পর ভারত, ব্রিটেন ও আমেরিকার Samsung Galaxy A55 5G ব্যবহারকারীও শীঘ্রই আপডেটটি পাবে। জানিয়ে রাখি Galaxy S23 সিরিজ সহ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইতিমধ্যেই এই আপডেট চলে এসেছে। এবার মিড রেঞ্জ ডিভাইসগুলিতেও আপডেট আসতে শুরু করেছে। আশা করা যায়, বিটার পর স্টেবল ভার্সনও কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে।

READ MORE:  Vivo V50 Lite 4G Features: 6500mah ব্যাটারির সঙ্গে 90 ওয়াট চার্জিং, দারুণ ফিচার্সের স্মার্টফোন লঞ্চ করছে Vivo | Vivo V50 Lite 4G Design Leaked

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.