লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Haryanvi Dance Video: মুসকান বেবির দুর্দান্ত নাচে ঘুম উধাও স্বপ্নার, স্টাইলে মাত করল সবাইকে

Published on:

আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া যেন এক রকম ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই তালিকায় নতুন সংযোজন হলেন **হরিয়ানভি নৃত্যশিল্পী মুসকান বেবি**। তার একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়িয়ে তুলেছে।

অঙ্গভঙ্গি আর এক্সপ্রেশনে ভক্তরা মুগ্ধ

মুসকান বেবির ভাইরাল হওয়া হরিয়ানভি নাচের ভিডিওতে তাকে দুর্দান্ত এক্সপ্রেশন এবং ঝকঝকে নাচের ছন্দে দেখা গেছে। দর্শকরা তার প্রতিটি মুভে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। ভিডিওর কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার বন্যা বইছে।

READ MORE:  Anurager Chhowa: TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা? | Big Changes For Target Rating Point

মঞ্চে পারফর্ম করতেই হুড়োহুড়ি, দর্শকদের উন্মাদনা তুঙ্গে

ভিডিওতে দেখা গেছে, মঞ্চে মুসকান বেবির পারফরম্যান্সের সময় ভক্তরা একেবারে সামনে চলে আসার জন্য মরিয়া হয়ে পড়েছেন। তার প্রতিটি স্টেপ, অঙ্গভঙ্গি আর ফ্লেয়ারে দর্শকরা যেন পাগল হয়ে যাচ্ছেন।

স্বপ্না চৌধুরীকেও দিলেন টেক্কা!

মুসকান বেবির স্টাইল আর গ্ল্যামার দেখে অনেকে বলছেন, তিনি এখন হরিয়ানভি ডান্স কুইন স্বপ্না চৌধুরীর জন্যও এক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। তার পারফরম্যান্স দেখে অনেকে বলছেন, এমন দুর্দান্ত নাচে স্বপ্নার জনপ্রিয়তাও এখন চ্যালেঞ্জের মুখে।

READ MORE:  তরুণীর হাত থেকে ফোন ছিনতাই! এক হাতে ঘুষ পেতেই তরুনীর মোবাইল ফেরত দিল বাঁদর

‘মেরা কে নাপেগা’ গানে দুর্দান্ত নাচ

মুসকান বেবি ‘মেরা কে নাপেগা ভারত’ গানটিতে পারফর্ম করেছেন। টাইট স্যুট পরে স্টেজে তার মোহময়ী নাচ এবং দুর্দান্ত অভিব্যক্তিতে ভক্তরা মন্ত্রমুগ্ধ। তার নাচ দেখে দর্শকরা রীতিমতো ঘেমে উঠেছেন।



About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.