লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Weather Update: ৫০ কিমি বেগে হাওয়া, ছুটির দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি! আগামীকালের আবহাওয়া | Heavy Rain Will Happen From Tomorrow

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: মার্চের শুরুতেই কাঠফাঠা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার উপর বাতাসের সঙ্গে মিশে রয়েছে আদ্রতা (Weather Update)। সারা গা জুড়ে ঘাম অনবরত বেয়েই পড়ছে। এদিকে দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ, জৈষ্ঠ্য। ফলে বোঝাই যাচ্ছে আর কদিন পর পারদ কোথায় উঠবে। এই পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় সকলে। তবে এবার আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

যদিও গরমের শুরুতে মেঘলা আবহাওয়া রাজ্যবাসীর কাছে খুব একটা আশ্চর্যের নয়। আজও আকাশ দুপুর থেকেই খানিক গুম মেরে রয়েছে। তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফলে শহরবাসীকে এখনই বৃষ্টির জন্য সতর্ক থাকার দরকার নেই। তবে আগামী সোমবার থেকে জমিয়ে নামবে বৃষ্টি। এদিকে রোদের তেজ এবং আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়াতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

READ MORE:  Weather Today: ঝড়-বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের ৫ জেলায়, বইবে ৪০ কিমি বেগে হাওয়া! আজকের আবহাওয়া | Rain Storm Possibilities In South Bengal 5 Districts Weather Today

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবার আগামী সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি পাঁচটি জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। সেজন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

READ MORE:  Weather Update: দোলের দিন থেকেই দক্ষিণবঙ্গে হিটওয়েভ, ৪ জেলায় চরম সতর্কবার্তা! আগামীকালের আবহাওয়া | Temperature Will Be So High In South Bengal

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.