লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Flipkart Big Bachat Days Sale: 6,699 টাকা থেকে দাম শুরু, দশ হাজার টাকার কমে Realme, Poco সহ জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন | Smartphones Under Rs 10000

Published on:

আজ ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডে সেলের শেষ দিন। এই সেলে স্মার্টফোনের উপর বিশেষ অফার পাওয়া যাচ্ছে। যেকারণে 10 হাজার টাকার কম দামে ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে। এই ডিভাইসগুলির সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার সহ ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। সাথে রয়েছে বিশেষ এক্সচেঞ্জ অফার। এই প্রতিবেদনে আমরা ফ্লিপকার্ট বিগ বাঁচাত ডে সেলে Poco, Realme এবং Infinix এর তিনটি ফোনের উপর পাওয়া ডিসকাউন্ট অফার সম্পর্কে বলবো।

READ MORE:  Samsung ফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক One UI 7 বিটা কীভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন?

POCO C75 5G

পোকো C75 5G এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,999 টাকা। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের 6,350 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। পোকোর এই ফোনে 6.88 ইঞ্চি ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। পারফরম্যান্সের জন্য এখানে স্ন্যাপড্রাগন 4s জেন 2 ব্যবহার করা হয়েছে।

Realme C63 5G

এর 4GB র‌্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট সেলে 10,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে এর সাথে হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপর ডিভাইসটি 9,999 টাকায় আপনার হতে পারে। আবার 5 শতাংশ ক্যাশব্যাক পেতে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে পারেন। এই ফোনের উপর 8,900 টাকার এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। রিয়েলমির এই ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ডাইমেনসিটি 6300 প্রসেসর, 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত।

READ MORE:  Xiaomi 15 Features: মার্চের শুরুতেই জোড়া ধামাকা, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Xiaomi 15 ও Xiaomi 15 Ultra এই তারিখে লঞ্চ হচ্ছে | Xiaomi 15 Ultra Launch Date in India

Infinix SMART 9 HD

ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ফোনের দাম 6,699 টাকা, যেখানে 3GB র‌্যাম এবং 64GB স্টোরেজ পাওয়া যাবে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আর পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে 5200 টাকার লাভ পাওয়া যাবে। এতে আছে 6.7 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, 5000mAh ব্যাটারি ও 13 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

READ MORE:  Oppo F29 Pro থেকে Motorola Edge 50 Pro, ৩০ হাজারে সেরা স্মার্টফোন, কেনার আগে জেনে নিন | Best Smartphones Under 30000 Rupees in 2025

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.