বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 999 টাকায় বুক করতে পারেন প্রাইভেট জেট! অবাক লাগলো? সেটাই স্বাভাবিক! যেখানে ইন্ডিগো থেকে শুরু করে এয়ার ইন্ডিয়ার মতো বিমানের ন্যূনতম টিকিট মূল্য 5 হাজার থেকে 6 হাজার টাকা, সেখানে প্রাইভেট জেট (Charter Flight) মাত্র 999 টাকায় কীভাবে?
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বিশ্বাসের করার মতো নামমাত্র সাহস না থাকলেও এটাই সত্যি। সম্প্রতি ভারতের মাল্টিন্যাশনাল অনলাইন ট্রাভেল কোম্পানি EaseMyTrip বিগ চার্টার প্রাইভেট লিমিটেডের 49 শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে। আর এরপরই ভারতীয় নাগরিকদের একেবারে নামমাত্র খরচে চার্টার ফ্লাইট বা প্রাইভেট জেটের সুবিধা দিতে কোমর বেঁধে নেমেছে এই অনলাইন সংস্থা।
আদৌ 999 টাকায় চার্টার ফ্লাইটে ভ্রমণ সম্ভব?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতের অনলাইন ট্রাভেল সংস্থা EaseMyTrip অন্যতম চার্টার এয়ারলাইন সংস্থা ফ্লাই বিগের সাথে হাত মিলিয়ে মাত্র হাজার টাকার মধ্যে ভারতীয় নাগরিকদের প্রাইভেট জেটের সুবিধা দেবে। জানিয়ে রাখি, ফ্লাই বিগ হল সেই সংস্থা যারা মাত্র 999 টাকার স্টার্টিং প্রাইসে প্রাইভেট জেট বুক করার সুবিধা দেয়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এই বিমান সংস্থাটি মূলত ছোট এয়ারপোর্ট থেকে দেশের বৃহত্তম আন্তর্জাতিক এয়ারপোর্টে একাধিক ফ্লাইট রান করায়। জানলে অবাক হবেন, সংস্থাটি তাদের প্রাইভেট চার্টার ফ্লাইটের সর্বোচ্চ টিকিট মূল্য রেখেছে মাত্র 7 হাজার টাকা। অর্থাৎ 999 টাকা থেকে শুরু করে 7 হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্লাসের টিকিট পেয়ে যাবেন যাত্রীরা।
কীভাবে এত কম খরচে চার্টার ফ্লাইটে ভ্রমন সম্ভব?
মাত্র 999 টাকায় ভারতের এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের জন্য চার্টার ফ্লাইট বুক করতে পারবেন যাত্রীরা। প্রশ্ন উঠছে, বেসরকারি সংস্থা হয়েও কীভাবে এত কম খরচে চার্টার ফ্লাইট পরিষেবা দিচ্ছে ফ্লাই বিগ? বলা বাহুল্য, ভারত সরকারের উড়ান প্রকল্পের আওতায় সরকারি ভর্তুকি ও নামমাত্র টিকিট মূল্য নিয়ে দেশের যাত্রীদের এক শহর থেকে দেশের অন্য শহরে পৌঁছে দিচ্ছে চার্টার ফ্লাইট সংস্থা ফ্লাই বিগ।
2017 সালে একেবারে নামমাত্র খরচে দেশের কয়েক কোটি জনগণকে বিমান পরিবহনের সুবিধা দিতে এই প্রকল্প চালু করেছিল ভারত সরকার। এবারে সেই প্রকল্পের আওতায় ফ্লাই বিগ সংস্থার সাথে অংশীদারিত্ব গড়ে দেশবাসীকে একেবারে কম খরচে প্রাইভেট জেট বা চার্টার ফ্লাইটের সুবিধা দিতে চলেছে ভারতের অনলাইন ট্রাভেল সংস্থা EaseMyTrip।
অবশ্যই পড়ুন: সাদা বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারত, নতি স্বীকার ট্র্যাভিস হেডের
প্রসঙ্গত, ফ্লাই বিগ এয়ার লাইন সংস্থা মূলত ভারতের 20টি রুটে একেবারে নামমাত্র খরচে চার্টার ফ্লাইট পরিষেবা বহাল রেখেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভাটিণ্ডা থেকে দিল্লি, সিমলা থেকে দিল্লি, আগ্রা থেকে জয়পুর, গোয়ালিয়র থেকে দিল্লি, গোয়ালিয়র থেকে লখনউ, কাদাপা থেকে চেন্নাই, কুচবিহার থেকে কলকাতা, বার্নপুর থেকে কলকাতা, জামশেদপুর থেকে কলকাতা, কানপুর থেকে দিল্লি, কানপুর থেকে বারাণসী সহ মোট 20টি রুটে চার্টার প্লেন চালায় ফ্লাই বিগ।