শীতের মতো গরমেও কুল থাকবে আপনার বাইক, এই সাত টিপস জানলেই কেল্লাফতে

জানুয়ারি শেষ না হতেই পরিবেশ থেকে ঠান্ডা ভাব যেন উধাও। অর্থাৎ কিছুদিনের মধ্যেই শীতকালের বিদায় নিশ্চিত। ফেব্রুয়ারির শেষের দিক থেকেই তাপমাত্রার গ্রাফ উপরে উঠতে শুরু করবে। আর এই সময় বাইকের বিশেষ যত্ন নেওয়াটা বিশেষভাবে জরুরি। কারণ শীতকালে ঠান্ডা আবহাওয়ার পর হঠাৎ গরম পড়লে মোটরসাইকেলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। তাই কিছু সহজ অথচ কার্যকরী টিপস রইল এই প্রতিবেদনে, যা আপনার বাইককে ভালো রাখতে সাহায্য করবে।

ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন

শীতের পর ইঞ্জিন অয়েল ঘন হয়ে যেতে পারে বা দূষিত হয়ে যেতে পারে, যা ইঞ্জিনের কর্মক্ষমতা কমিয়ে দেয়। তাই গরমকাল আসার আগে একবার ইঞ্জিন অয়েল চেক করুন এবং প্রয়োজন হলে বদলে ফেলুন।

READ MORE:  বাইক-প্রেমীদের জন্য সুখবর! বিপুল জনপ্রিয় Yamaha XSR 155 এ বছরেই ভারতে আসছে

কুলিং সিস্টেম ঠিক আছে কি না দেখুন

যদি আপনার বাইকে লিকুইড কুলিং সিস্টেম থাকে, তাহলে কুল্যান্ট লেভেল চেক করুন। বাইকের কুলিং সিস্টেম ঠিকঠাক না থাকলে অতিরিক্ত গরম হয়ে পারফরম্যান্স কমে যেতে পারে।

ব্যাটারি ও ইলেকট্রিক সংযোগ পরীক্ষা করুন

আমরা সকলেই জানি, শীতকালে তাপমাত্রা কম থাকার জন্য ব্যাটারির কার্যক্ষমতা কিছুটা হ্রাস পেতে পারে। তাই ব্যাটারির চার্জ ভালো আছে কি না এবং কানেকশনগুলো ঠিকঠাক আছে কি না দেখে নিন।

READ MORE:  ফেব্রুয়ারিতে বাম্পার অফার, ১৫,০০০ টাকা ছাড় মিলছে সুজুকির জনপ্রিয় মোটরবাইকে

টায়ারের প্রেসার ঠিক আছে কি না নিশ্চিত করুন

শীতের তুলনায় গরমে টায়ারের প্রেশার পরিবর্তিত হতে পারে। তাই টায়ারের এয়ার প্রেসার ম্যানুয়াল অনুযায়ী ঠিক আছে কি না দেখে নিন৷ বেশি বা কম প্রেসার থাকলে সমস্যা হতে পারে।

চেইন ও ব্রেক ভালোভাবে পরীক্ষা করুন

চেইনে ময়লা জমে গেলে সেটি পরিষ্কার করুন এবং প্রয়োজন অনুযায়ী লুব্রিকেট করুন। এছাড়া ব্রেক ঠিকঠাক কাজ করছে কি না ভালোভাবে চেক করে দেখুন৷ কারণ গরমের সময় রাস্তার ধুলো ও তাপমাত্রা ব্রেকের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

READ MORE:  Maruti Fronx Best Selling Car: কেউ আন্দাজ করতে পারেনি, ফেব্রুয়ারিতে সর্বাধিক বিক্রি হল মারুতির এই নতুন গাড়ি! | Top 10 best selling cars in February 2025

বাইকের ক্লাচ ও গিয়ার ঠিক আছে কি না দেখুন

ক্লাচ ও গিয়ারের কার্যক্ষমতা ঠিক আছে কি না দেখে নিন। যদি ক্লাচ বেশি শক্ত বা ঢিলা হয়ে থাকে, তাহলে সেটিং ঠিক করিয়ে নিন।

বাইক ধোয়া ও ওয়াক্সিং করুন

গরমে বাইকের ওপর ধুলো-ময়লা বেশি জমে, যা রঙের ক্ষতি করতে পারে। তাই নিয়মিত বাইক পরিষ্কার করুন এবং ওয়াক্সিং করুন, যাতে বাইকের রং উজ্জ্বল থাকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top