লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus Red Rush Days Sale: 19 হাজার টাকা ডিসকাউন্ট, বিরাট ছাড়ে OnePlus 13, OnePlus 12 থেকে OnePlus Nord CE 4 ফোন | OnePlus Smartphone Discount Rs 19000

Published on:

ওয়ানপ্লাস ভারতে নতুন সেলের ঘোষণা করল। এই সেলের নাম OnePlus Red Rush Days সেল। এই সেল আজ 8 এপ্রিল থেকে শুরু হবে এবং 13 এপ্রিল পর্যন্ত চলবে। এই সেলে ওয়ানপ্লাসের লেটেস্ট স্মার্টফোনগুলির ওপর বাম্পার ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেলে OnePlus 13, OnePlus 12, OnePlus Nord 4 সহ অন্যান্য ফোন কম দামে কেনা যাবে। সেলে ওয়ানপ্লাসের ডিভাইসগুলির উপর 19,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

READ MORE:  Oppo Find X8s Design: Oppo Find X8s এর অফিসিয়াল ছবি প্রকশ্যে, আল্ট্রা থিন ডিজাইন সহ আর কি কি থাকবে | Oppo Find X8s Live Images

OnePlus 13

ওয়ানপ্লাস রেড রাশ সেলে ওয়ানপ্লাস 13 মডেলটি 5,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে এবং ওয়ানপ্লাস 13R ডিভাইসে 3,000 টাকা ছাড় রয়েছে। অফারটি নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে পাওয়া যাবে। এদিকে ওয়ানপ্লাস 13 এর সাথে 7,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে, অন্যদিকে ওয়ানপ্লাস 13R স্মার্টফোনটি 4,000 টাকা এক্সচেঞ্জ বোনাস সহ কেনা যাবে।

READ MORE:  ট্রিপল ক্যামেরা ও 70W ফাস্ট চার্জ ফিচার্সের সঙ্গে দুর্দান্ত ফোন আনছে Tecno, লঞ্চ শীঘ্রই

Oneplus Nord 4

সেলে ওয়ানপ্লাস নর্ড 4 ফোন 500 টাকা স্পেশাল ডিসকাউন্টে কেনা যাবে। এর সাথে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে 4,500 টাকা পর্যন্ত ছাড়ের দেওয়া হবে। সমস্ত অফারের সুবিধা Oneplus.in এবং অফলাইন পার্টনার স্টোরে পাওয়া যাবে।

OnePlus 12

ওয়ানপ্লাস 12 সেলে সবচেয়ে বড় ডিসকাউন্ট সহ কেনা যাবে। সেলে এই ফোনের উপর 13,000 টাকার সরাসরি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে 6,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে। অর্থাৎ মোট ডিসকাউন্ট হবে 19,000 টাকা।

READ MORE:  iPhone 16: প্রথমবার সবচেয়ে কম দামে iPhone 16, ফ্লিপকার্ট আনলো অবিশ্বাস্য সেল | iPhone 16 Price Reduce

OnePlus Nord CE 4 এবং OnePlus Nord CE 4 Lite

ওয়ানপ্লাস সেলে OnePlus Nord CE 4 ডিভাইসটি 1,000 টাকা ছাড়ে কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 2,000 টাকা ব্যাঙ্ক ছাড়ের সুবিধা পাওয়া যাবে। আবার Nord CE 4 Lite ডিভাইসটি 1500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ বিক্রি হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.