লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Find X8s Plus Camera: 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ আসছে Oppo Find X8s Plus | Oppo Find X8s Plus Spotted Tenaa

Published on:

Oppo আগামী 10 এপ্রিল নতুন ফাইন্ড সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে Find X8s, X8s Plus, এবং X8 Ultra বাজারে আসতে চলেছে। এরমধ্যে আল্ট্রা মডেলটিকে ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখন আবার X8s Plus ফোনটি একই সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে এদের স্পেসিফিকেশন ও ছবি সামনে এসেছে।

Oppo Find X8s Plus এর স্পেসিফিকেশন

টেনা সার্টিফিকেশন সাইটে অপ্পো ফাইন্ড X8s প্লাস ফোনটি PLB110 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে এতে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে, যা 1.5K রেজোলিউশন (2760 x 1255 পিক্সেল) অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস ব্যবহার করা হবে। এতে 6000mAh (টিপিক্যাল ভ্যালু 5800mAh) ব্যাটারি থাকবে।

READ MORE:  Poco F7 Pro Design: লঞ্চের আগেই ফাঁস হল Poco F7 Pro ও F7 Ultra স্মার্টফোনের ডিজাইন, দেখে নিন ছবি | Poco F7 Ultra Leaked Render Reveal

আরও পড়ুন: 35 হাজার টাকা কম দামে বিক্রি হচ্ছে এই 5G ফোন

অপ্পো ফাইন্ড X8s প্লাস একাধিক মেমোরি ও স্টোরেজ কনফিগারেশনে আসবে : 8 জিবি/12 জিবি/ 16 জিবি র‌্যাম এবং 256 জিবি/ 512 জিবি/ 1টিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

READ MORE:  OnePlus 13T Camera: লঞ্চের আগেই OnePlus 13T ফোনের হ্যান্ডস অন ভিডিও ফাঁস, দুর্ধর্ষ ফিচার সহ থাকবে সেরা ক্যামেরা | OnePlus 13T Hands on Video Revealed

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Oppo Find X8s Plus মডেলে 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x জুম সহ 50 মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি68/আইপি69 রেটিং সহ আসতে পারে।

READ MORE:  ফ্লাট ১৫ হাজার টাকা ডিসকাউন্ট, Realme-র সবচেয়ে সেরা স্মার্টফোন অবিশ্বাস্য কম দামে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.