লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Pensioners: পেনশনভোগীদের ৮% সুদ দেবে ব্যাঙ্ক, সার্কুলার জারি RBI -র | RBI On Pension Due

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি পেশায় একজন সরকারি কর্মচারী? বিশেষ করে পেনশন পান? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আসলে পেনশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। যেখানে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন দেওয়ার জন্য দায়ী সমস্ত ব্যাংককে এখন পেনশন প্রদানে যেকোনো দেরির জন্য বার্ষিক ৮% হারে সুদ দিতে হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে উপকৃত হবেন বহু পেনশনার। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সার্কুলার জারি RBI -র

এমনিতে সময়ে সময়ে কর্মরত কর্মী ও পেনশনার সুবিধার্থে কিছু না কিছু সিদ্ধান্ত নিয়েই চলেছে সরকার। সম্প্রতি সরকার ২% ডিএ (DA) বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। এর ফলে উপকৃত হবেন এক কোটিরও বেশি সরকারি কর্মী থেকে পেনশন প্রাপকরা। তবে তারই মধ্যে আরবিআইয়ের তরফে জারি করা হল এক জরুরি বিজ্ঞপ্তি। এর লক্ষ্য হল পেনশনভোগীদের তাদের বকেয়া পরিশোধের বিলম্বের জন্য ক্ষতিপূরণ দেওয়া।

READ MORE:  Government Employee: দোলের আগে লটারি লাগল লক্ষ লক্ষ কর্মীর, আচমকাই বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার | Government Of Madhya Pradesh Hike Salary

সার্কুলার অনুসারে, ‘পেনশন প্রদানকারী ব্যাংকগুলিকে পেনশনভোগীকে পেনশন/বকেয়া জমা দিতে বিলম্বের জন্য বার্ষিক ৮ শতাংশ নির্দিষ্ট সুদের হারে ক্ষতিপূরণ দিতে হবে।’ নির্দেশিকায় আরও স্পষ্ট করা হয়েছে যে পেনশনভোগীদের কাছ থেকে কোনও দাবি ছাড়াই এই ক্ষতিপূরণ স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। পরিশোধের তারিখের পরে যেকোনো বিলম্বের জন্য বার্ষিক ৮% সুদের হারে ক্ষতিপূরণ প্রদান করা উচিত। যেদিন ব্যাংক সংশোধিত পেনশন বা পেনশন বকেয়া পরিশোধ করবে, সেদিনই পেনশনভোগীর অ্যাকাউন্টে সুদ জমা হবে, যা ১ অক্টোবর, ২০০৮ থেকে সমস্ত বিলম্বিত অর্থপ্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মিলবে ৮% অবধি সুদ

বিজ্ঞপ্তিতে ব্যাংকগুলির দ্বারা পেনশন বিতরণের জন্য একটি সুগম প্রক্রিয়া নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়েছে যাতে বিলম্ব এড়ানো যায় এবং সংশ্লিষ্ট পেনশন প্রদানকারী কর্তৃপক্ষের কাছ থেকে পেনশন আদেশের কপি দ্রুত সংগ্রহ করা যায়। ব্যাংকগুলিকে আরবিআইয়ের নির্দেশের জন্য অপেক্ষা না করে পেনশন প্রদান সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পেনশনভোগীরা পরবর্তী মাসের পেমেন্ট চক্রে তাদের সুবিধা পান। এর পাশাপাশি আরবিআই ব্যাংকগুলিকে নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধা প্রদানের মাধ্যমে, বিশেষ করে বয়স্ক পেনশনভোগীদের উন্নত গ্রাহক পরিষেবা প্রদানের আহ্বান জানিয়েছে।

READ MORE:  ATM Charge: এবার ATM ব্যবহার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা! ১লা মে থেকে নয়া নিয়ম RBI-র || RBI Approves Hike Of Rs 2 For Financial Transactions

বিজ্ঞপ্তি অনুযায়ী, “পেনশন বিতরণকারী সকল এজেন্সি ব্যাংককে পেনশনভোগীদের, বিশেষ করে যারা বয়স্ক তাদের প্রতি বিবেচ্য এবং সহানুভূতিশীল গ্রাহক পরিষেবা প্রদানের পরামর্শ দেওয়া হচ্ছে।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.