লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

50MP ক্যামেরা সহ বিশাল বড় 7550mAh ব্যাটারি, ভারতে লঞ্চ হচ্ছে Poco F7 স্মার্টফোন

Published on:

Xiaomi এর সাব-ব্র্যান্ড Poco সম্প্রতি F7 Pro এবং F7 Ultra বিশ্বব্যাপী লঞ্চ করতে চলেছে। এই দুটি ফোন শীঘ্রই ভারতেও আসতে চলেছে। এর মধ্যে বেস মডেল অর্থাৎ Poco F7 আজ ভারতীয় স্ট্যান্ডার্ডস ব্যুরো (BIS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। ফলে এটি ভারতে লঞ্চ হতে চলেছে। মনে করা হচ্ছে যে Xiaomi এর সাব-ব্র্যান্ড এই বছরের মে বা জুনে Poco F7 ডিভাইসটি এদেশে আনতে পারে।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে সেলে হাজার হাজার টাকা কমে কিনুন Motorola Edge 50 Fusion, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, পোকো F7 ডিভাইসটি 25053PC47 মডেল নম্বর সহ BIS ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ফোনটি সোমবার সার্টিফিকেশন পেয়েছে। তবে, লিস্টিং থেকে হ্যান্ডসেটের কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি।

Poco F7 এর স্পেসিফিকেশন (ফাঁস)

টিপস্টার মারফত ইতিমধ্যেই পোকো F7 এর ফিচার সামনে এসেছে। জানা গেছে এতে স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট দেওয়া হতে পারে। এটি 1.5K রেজোলিউশনের ডিসপ্লে সহ আসতে পারে এবং এতে গ্লাস বডির সাথে মেটাল ফ্রেম থাকার সম্ভাবনা রয়েছে। এই স্মার্টফোনে 7,550mAh ব্যাটারি থাকতে পারে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  অভিনব ডিজাইন ও ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে আসছে Infinix Note 50X 5G

এতে 6.83-ইঞ্চি OLED ডিসপ্লে আছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 8MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। এতে মেটাল ফ্রেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68/IP69 রেটিং পাওয়া যাবে।

Poco F7 সিরিজের দাম

জানা গেছে, Poco F7 Ultra এর মূল্য শুরু হতে পারে 599 ডলার (প্রায় 51,000 টাকা) থেকে এবং Poco F7 Pro এর বেস ভ্যারিয়েন্টের মূল্য 449 ডলার (প্রায় 38,000 টাকা) রাখা হতে পারে।

READ MORE:  জুড়িয়ে যাবে চোখ, প্রেমিক-প্রেমিকাদের জন্য লাক্সারি iPhone 16 Pro লঞ্চ করল Caviar | Caviar Launches iPhone 16 Pro Valentines Day Edition

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.