লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

MS Dhoni: রোহিত, বিরাট নন! এই ৪ ভারতীয় ক্রিকেটারকে সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন ধোনি | Best 4 Indian Players According To Ms Dhoni

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে সেরা সময় কাটিয়ে এসেছেন ভারতীয় মহাতারকা মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। মাহির নেতৃত্বে 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও 2011-র ওয়ানডে বিশ্বকাপে জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছিল ভারত। তবে 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের জার্সি গায়ে মাহির দেখা না মিললেও চেন্নাই সুপার কিংসের হয়ে ভক্তদের মনবাসনা টিকিয়ে রেখেছেন তিনি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সম্প্রতি মাহিকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর চোখে ভারতের সেরা ৪ খেলোয়াড় কারা? উত্তরে, ধোনি যে তালিকা দিয়েছেন তাতে নাম নেই বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা রবীন্দ্র জাদেজা কারোরই।

READ MORE:  Mohun Bagan: মিলছে না অনুশীলনের জায়গা! সেমির আগে দুশ্চিন্তায় মোহনবাগান| Mohun Bagan Is Worried For Club Ground

ধোনির চোখে সর্বকালের সেরা ৪ ভারতীয় ক্রিকেটার

সম্প্রতি ইউটিউবার রাজ শামানির একটি পডকাস্টে বিভিন্ন প্রশ্নের মাঝে ধোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর চোখে ভারতের সেরা ৪ ক্রিকেটার কারা? উত্তরে ক্যাপ্টেন কুল জানিয়েছিলেন, আমাকে সেরা ক্রিকেটার বাছতে বলা হলে, আমি শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দেরই বেছে নেব। আর এরপরই মাহি বলেন, ওপেনিংয়ে অবশ্যই বীরেন্দ্র সেহবাগ ও শচীন তেন্ডুলকর। একাদশের তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ধোনি নাম নেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক জানান, ক্রিকেট আসলে সময়ের খেলা। চড়াই উতরাই থাকবেই। আসলে দেশের মধ্যে সেরা খেলোয়াড়দের বেছে নেওয়াটা সত্যিই কঠিন। তবে আমি এই ক্রিকেটারদের দেখে বড় হয়েছি , তাদের দুর্ধর্ষ পারফর্ম দেখেছি। এদিন সেহবাগ, শচীন ও গাঙ্গুলীর প্রসঙ্গ শেষ করেই মাহি বলেন, যুবরাজ সিং হলেন সেই খেলোয়াড় যিনি 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে টিকে থেকে ঝড় তুলেছিলেন।

অবশ্যই পড়ুন: এই নিয়মে সুবিধা, ফাইনালও জিতবে মোহনবাগান! কবে, কোথায় খেলা?

এদিন অতীত স্মরণ করে ধোনি বলেন, সেবার যুবরাজ সিং একাই দাঁড়িয়ে থেকে ছয়টা ছক্কা মারছিলেন, দেখে মনে হচ্ছিল হয়তো আর কারোর খেলারই দরকার নেই। মাহির সংযোজন, বিষয়টা এমন নয় যে কাউকে বেছে নিতেই হবে। তার বদলে ওদের খেলা উপভোগ করা যায় না? ওরা সকলেই ভারতের জন্য দুর্দান্ত অবদান রেখেছেন। মাহির কথায়, শচীন থেকে শুরু করে সেহবাগ, সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংই হলেন সেই 4 সেরা খেলোয়াড় যাঁরা দেখিয়ে দিয়েছেন ভারত টুর্নামেন্ট জিততে পারে।

READ MORE:  Mohun Bagan Super Giant: ISL জয়ের পাশাপশি ৫ নজির সৃষ্টি মোহনবাগানের, ধারে কাছে নেই কোনও দল | Top 5 Record Of Mohun Bagan Super Giant
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.