লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

TomTom Traffic Index 2024: ভারতে প্রথম, বিশ্বে দ্বিতীয়! ধীরগতির শহরের তালিকায় লজ্জার রেকর্ড কলকাতার নামে | Slowest City Kolkata

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: রাস্তায় বেরোলে প্রায়শই একটা কথা শুনতে পাওয়া যায় কলকাতাবাসীর মুখে। আর তা হল, “এই শহরে চলা সত্যিই দুষ্কর।” আর সেই অভিযোগ এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। কি অবাক লাগছে শুনতে? তাহলে জানিয়ে রাখি, বিশ্বের ধীরগতির শহরের তালিকায় কলকাতা (Kolkata) উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আর ভারতের মধ্যে প্রথম স্থানে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। বিশ্বব্যাপী যানবাহনের গতি নিয়ে সমীক্ষা চালিয়েছে TomTom Traffic Index 2024। আর সেখানেই এই অপ্রত্যাশিত তথ্য প্রকাশ পেয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আধ ঘন্টা রাস্তা যেতে লাগছে এক ঘন্টা!

আপনি যদি ভেবে থাকেন যে, কলকাতার ১০ কিলোমিটার পথ যেতে আধ ঘণ্টা সময় যথেষ্ট, তাহলে আমরা আপনাকে বলব, সত্যিই বাস্তবতা আপনাকে চমকে দেবে। কারণ ট্রাফিক ইনডেক্সের তথ্য অনুযায়ী, কলকাতায় ১০ কিলোমিটার যেতে গড়ে সময় লাগে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। কখনো ঘণ্টাও পার হয়ে যেতে পারে। যা মাত্র ঘণ্টায় ১৭ কিলোমিটার স্পিডের সমান। তবে এখানেই শেষ নয়, বছরের গড় হিসেবে দেখা গিয়েছে, একটি কলকাতাবাসী ১১০ ঘন্টা সময় শুধুমাত্র যানজটেই নষ্ট করে ফেলে।

READ MORE:  Weather Update: ৪০ কিমি বেগে ৫ জেলায় ঝড়, ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার মুড বদল | Heatwave Alert In Several Districts In West Bengal

কেন এত ট্রাফিক যানজট কলকাতায়?

কলকাতা রাই ধীরগতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এই শহরের প্রাচীন এবং সংকীর্ণ রাস্তাগুলিতে যানজট লেগেই থাকে। দ্বিতীয়ত, অব্যবস্থাপনা এবং যত্রতত্র পার্কিং ট্রাফিককে বাড়িয়ে তোলে। এছাড়া পরিকাঠামোগত কিছু দূর্বলতা রয়েছে এবং যান চলাচলের অকার্যকর নিয়ন্ত্রণ এর পিছনে বড়সড় কারণ। হিসাব বলছে, কলকাতায় জ্যাম লেভেল মাত্র ৩২% অর্থাৎ, মাঝারি মানের। কিন্তু সংকীর্ণ পথঘাট এবং অপর্যাপ্ত রাস্তাঘাটের কারণে এই শহর পিছনে ফেলে দিয়েছে বিশ্বের সব নাম কাড়ানো শহরগুলিকে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বিশ্বের ধীরগতি শহরগুলির তালিকা

রিপোর্টে বিশ্বের সবথেকে ধীরগতি শহরগুলির নাম দেখলে আপনার চক্ষু চড়কগাছে উঠতে বাধ্য। এই তালিকার প্রথম স্থানের তকমা পেয়েছে কলম্বিয়ার বারানকুল্লা। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তৃতীয় স্থানে রয়েছে ভারতের ব্যাঙ্গালুরু, যেখানে ১০ কিমি. যেতে সময় লাগে ৩৪ মিনিট ১০ সেকেন্ড। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারতের পুনে, যেখানে ১০ কিমি. যেতে সময় লাগে ৩৩ মিনিট ২২ সেকেন্ড। এছাড়া পাঁচ নম্বরের রয়েছে ব্রিটেনের লন্ডন। তবে তালিকার সপ্তম এবং অষ্টম স্থানে আরো দুই ভারতীয় শহর। আর সেই দুই স্থান দখল করে রেখেছে চেন্নাই এবং মুম্বাই। সুতরাং, তালিকা দেখেই বোঝা যাচ্ছে যে, ধীরগতির শহরগুলির তালিকায় ভারতের শহরগুলি একদম প্রথম সারির তকমা পেয়েছে।

READ MORE:  Richest States Of India: GDP ও আয়ের নিরিখে ভারতের সবথেকে ১০ ধনী রাজ্যের তালিকা, কত নম্বরে পশ্চিমবঙ্গ? | List Of Top 10 Richest States In India

ভবিষ্যতে কী থমকে যাবে কলকাতা?

একসময় ইংরেজ সাহেবি শহর কলকাতা আজ যেন গতি হারিয়ে ধীরে ধীরে থেমে যাওয়ার পথে। যেখানে প্রযুক্তি এবং পরিকাঠামোগত উন্নয়নের যুগে আমরা স্মার্ট সিঁড়ির স্বপ্ন দেখি, সেখানে কলকাতার অবস্থান বোঝাই যাচ্ছে কোথায়। তাই এখন থেকেই শহরের যানবাহন ব্যবস্থা, রোড প্ল্যানিং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন নিয়ন্ত্রণে আনা দরকার। নাহলে ধীরগতি কলকাতার ভবিষ্যৎকে একদিন থামিয়ে দেবে।

READ MORE:  মাত্র একবার প্রিমিয়াম দিন, ৪০ বছর বয়স থেকে পান পেনশন—আজীবন নিশ্চিত আয়!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.