লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo K13 Specifications: অপ্পোর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের উত্তরসূরি আসছে, Oppo K13 হবে আরও সেরা | Oppo K13 India Launch Date

Published on:

Oppo গত বছর মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন এবং 5100mAh ব্যাটারি সহ Oppo K12x স্মার্টফোনটি লঞ্চ করেছিল। কোম্পানির এই ফোন 20 লাখ ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। এটি কোম্পানির সেরা বিক্রি হওয়া ডিভাইসগুলির মধ্যে একটি। ডিভাইসটি গত বছর অনুষ্ঠিত ফ্লিপকার্ট ফেস্টিভ্যাল সেলে সবচেয়ে বেশি বিক্রিত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিল। এই ফোনের বিশাল সাফল্যের পর ব্র্যান্ডটি এর উত্তরসূরি আনছে। এই নতুন ফোনের নাম Oppo K13 রাখা হবে।

READ MORE:  iQOO Z9x 5G Huge Discount: ১০ হাজার টাকায় 5G স্মার্টফোন, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | 5G Smartphones Under 10000 Rupees

কোম্পানি এই আসন্ন হ্যান্ডসেটটি ফ্লিপকার্টে টিজ করা শুরু করেছে। এটি স্মুথ গেমিং এবং ফাস্ট চার্জিং সহ দীর্ঘ ব্যাটারি লাইফের সঙ্গে সেরা স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে। যদিও এর স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি। তবে আশা করা যায় ধীরে ধীরে Oppo K13 এর বিশেষ বিশেষ ফিচার সামনে আনা হবে। তার আগে চলুন Oppo K12x এর বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Oppo K12x এর ফিচার এবং স্পেসিফিকেশন

অপ্পো কে12এক্স ফোনে 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 1000 নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য প্যান্ডা গ্লাসও উপস্থিত। এতে 8GB পর্যন্ত র‌্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

READ MORE:  iPhone 16 Discount: এমন অফার বারবার আসে না, iPhone 15 এর দামে বিক্রি হচ্ছে iPhone 16, কিনে ফেলুন | Flipkart Big Saving Days Sale

এই ক্যামেরাগুলি হল 32 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5100mAh, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ColorOS 14 কাস্টম স্কিনে চলে। অপ্পোর এই ফোন মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি (MIL-STD-810H) সার্টিফিকেশন সহ এসেছে।

READ MORE:  iQOO Z10 Turbo Specification: মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে iQOO Z10 Turbo ও iQOO Z10 Turbo Pro শীঘ্রই বাজারে আসছে | iQOO Z10 Turbo Pro Launch Timeline

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.