লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

LinkedIn Top Companies 2025: Google, Amazon নয় চাকরির জন্য ভারতের সেরা কোম্পানি এগুলি | Best Company In India For Job

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: যেকোনো চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন, কোন কোম্পানিতে কাজ করলে ভালোভাবে কেরিয়ার গড়া যাবে? আর সেই প্রশ্নের উত্তর অনেকের কাছেই অজানা। তবে এবার সেই প্রশ্নের উত্তর খুঁজেছে LinkedIn। সম্প্রতি পেশাদারদের জন্য LinkedIn তাদের নবম বাৎসরিক ‘LinkedIn Top Companies 2025’ রিপোর্ট প্রকাশ করেছে। আর যেখানে উঠে এসেছে এমন কিছু কোম্পানির নাম, যারা কর্মীদের কেরিয়ার গঠনে সবথেকে বেশি ভূমিকা রাখে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আর এই রিপোর্টে চমক দিয়েছে ভারতের সবচেয়ে পরিচিত কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। হ্যাঁ, আমাজন বা গুগল নয়, বরং এই সমস্ত আইটি কোম্পানিগুলি ভারতের সেরা কর্মস্থল হিসেবে বিবেচিত হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক, সেরা কিছু কোম্পানি সম্পর্কে, যেগুলি আপনার ক্যারিয়ার গড়ার সেরা বিকল্প হিসাবে কাজ করবে। 

READ MORE:  শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ- সব জায়গায় চাকরি! ৩ লক্ষ পদে নিয়োগ করবে মমতা

তালিকা তৈরীর পদ্ধতিটি কেমন ছিল?

LinkedIn জানিয়েছে যে, তারা একেবারে বাস্তব তথ্যের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করেছে। অর্থাৎ, কে কত তাড়াতাড়ি প্রমোশন পেয়েছে, কোন কোম্পানির কর্মীরা নতুন স্কিল শিখেছে এবং কোন কোম্পানি মোটা অঙ্কের বেতন দিতে পারছে, এই উপাদানগুলি বিশ্লেষণ করেই তৈরি হয়েছে তালিকাটি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শীর্ষস্থানে TCS

TCS শুধু ভারতের জন্য নয়, বরং বিশ্বের সবথেকে বড় আইটি সার্ভিস কোম্পানি। মুম্বাইভিত্তিক এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬৮ সালে। বর্তমানে বিশ্বব্যাপী হাজার হাজার কর্মচারী TCS-র সঙ্গে যুক্ত। কর্মীদের উন্নতি, প্রশিক্ষণের সুযোগ, সবমিলিয়ে সংস্থাটি হয়ে উঠেছে অনেক চাকরিপ্রার্থীদের স্বপ্ন পূরণের জায়গা। 

Accenture

আয়ারল্যান্ডভিত্তিক এই বহুজাগতিক সংস্থাটি বিভিন্ন খাতে ম্যানেজমেন্ট কনসালটিং ও টেকনোলজি সার্ভিস দিয়ে চাকরিপ্রার্থীদের দারুণ সাফল্য এনে দেয়।

READ MORE:  Suryakumar On Gautam Gambhir: 'যখন আমি KKR-এ ছিলাম', গম্ভীরকে নিয়ে বিরাট মন্তব্য সূর্যকুমারের | Suryakumar Made A Big Statement On Gautam Gambhir

Infosys

বেঙ্গালুরুতে সদর দপ্তর এই কোম্পার। ভারতের এই আইটি কোম্পানিটি বিভিন্ন শিল্পক্ষেত্র, সফটওয়্যার সার্ভিস, রক্ষণাবেক্ষণ এবং কনসাল্টিং তথ্য প্রদান করে। 

Fidelity Investments

যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত এই ফিনান্সিয়াল কোম্পানিটি বিনিয়োগ ব্যবস্থাপনা, অবসর পারিকল্পনা এবং ব্রোকারেজ সেবা প্রদান করে। এটিও অন্যতম সেরা একটি স্কিলড ডেভেলপমেন্ট কোম্পানি। 

Cognizant

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এই কোম্পানিটি। Cognizant একটি আন্তর্জাতিক আইটি কোম্পানি, যা কিনা ডিজিটাল রূপান্তর এবং টেক সলিউশনে বিশেষজ্ঞদের নিয়োগ করে। 

Oracle

ডেটাবেস সফটওয়্যার থেকে শুরু করে ক্লাউড প্রযুক্তির জন্য বিখ্যাত এই মার্কিন প্রতিষ্ঠান। এটি বিশ্বব্যাপী বিভিন্ন খাতে এন্টারপ্রাইজ সলিউশন সরবরাহ করে থাকে। 

JPMorgan Chase

প্রায় ১৫০ বছরের পুরনো এই বিনিয়োগ জায়েন্ট কোম্পানিটি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ও কমার্শিয়াল ব্যাঙ্কিং খাতে উন্নত পরিষেবা দিয়ে থাকে। 

READ MORE:  চিনের আগে ভারত আসতে চেয়েছিলেন ইউনূস, পাত্তা দেয়নি দিল্লি! অভিযোগ বাংলাদেশের

Amazon

আমি আপনি সবাই জানি, বিশ্বের অন্যতম বৃহত্তম ই-কমার্স কোম্পানি অ্যামাজন। আর অ্যামাজন বর্তমানে ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল মিডিয়া ও AI-তে শীর্ষস্থান দখল করে রেখেছে।

Alphabet Inc. (Google)

এটি গুগলের মূল সংস্থা, যা সার্চ ইঞ্জিন থেকে শুরু করে মোবাইল ডিভাইস, ক্লাউড এবং অনলাইন বিজ্ঞাপন খাতে ব্যাপক প্রভাব ফেলে। 

Salesforce

ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনায় অগ্রগামী সান ফ্রান্সিসকোতে অবস্থিত এই কোম্পানিটি ক্লাউড সফ্টওয়্যারের জন্য বিশ্ববিখ্যাত।

এককথায় LinkedIn-র এই রিপোর্ট কেবলমাত্র কোম্পানিগুলির নাম বলছে না, বরং কর্মজীবনের দিকনির্দেশও করছে। তাই যারা নতুন ক্যারিয়ারের দিশা খুঁজছেন, তারা এই তালিকাভিত্তিক কোম্পানিগুলিকে প্রথম সারির দিকে রেখে সিদ্ধান্ত নিতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.