লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Smart TV: ১৪ হাজার টাকার মধ্যে LG সহ সেরা তিনটি Smart TV, দুর্দান্ত সাউন্ড সহ পাবেন ৪০ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন | Top 3 Smart TV Under 14000

Published on:

যারা কম বাজেটে নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এখন ফ্লিপকার্টে রয়েছে কিছু দারুণ বিকল্প। ১৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এমন তিনটি স্মার্ট টিভি, যেগুলোর ফিচার ও পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। ডিজাইনেও টিভিগুলো আধুনিক, যা আপনার ঘরের লুককে আরও আকর্ষণীয় করে তুলবে। আসুন জেনে নিই কোন কোন টিভি রয়েছে এই তালিকায়।

Motorola 32 inch QLED HD Ready Smart Google TV

এই টিভিটির দাম মাত্র ১০,৪৯০ টাকা। এতে রয়েছে ১৩৬৬ x ৭৬৮ পিক্সেলের এইচডি প্লাস ডিসপ্লে এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। সাউন্ড কোয়ালিটি ভালো রাখতে দেওয়া হয়েছে ২০ ওয়াটের স্পিকার ও ডলবি অডিও সাপোর্ট। টিভিটি কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসরে চলে এবং এতে আছে ১.৫ জিবি র‌্যাম ও ৮ জিবি স্টোরেজ। ইনবিল্ট ক্রোমকাস্ট ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মতো স্মার্ট ফিচারও রয়েছে। ব্যাংক ডিসকাউন্টে দাম আরও কমতে পারে।

READ MORE:  Flipkart Smart TV Sale: ঘরকে বানান থিয়েটার, ১৪ হাজার টাকার মধ্যে ৪০ ইঞ্চি স্ক্রিনের Smart TV, এখানে ধামাকা অফার | 40 inch Screen Smart TV Under 14000

LG LR57 32 inch HD Ready LED WebOS TV (2025 ভার্সন)

এলজি-এর এই টিভির দাম ১৩,৯৯০ টাকা এবং এটি WebOS প্ল্যাটফর্মে চলে। এতে রয়েছে এআই ব্রাইটনেস কন্ট্রোল, ১০ ওয়াট সাউন্ড আউটপুট এবং এআই প্রসেসর জেন ৬। ১৩৬৬ x ৭৬৮ পিক্সেলের এইচডি রেডি ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ এই টিভিটি একদম পারফেক্ট চয়েস। এতে ওয়াই-ফাই ও স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারও আছে।

READ MORE:  TCL X955 Max: বিশ্বের সবচেয়ে বড় স্মার্ট টিভি ভারতে লঞ্চ করল TCL, প্রি-বুকিং করলে ৭৫ ইঞ্চি টিভি ফ্রি | Tcl x955 max smart tv launched in india

Thomson Alpha 40 inch Full HD Linux TV

যদি আপনি বড় স্ক্রিন চান, তাহলে এই ৪০ ইঞ্চির থমসন টিভি হতে পারে সেরা পছন্দ। এর দাম ১২,৯৯৯ টাকা। এতে রয়েছে ফুল এইচডি (১৯২০ x ১০৮০ পিক্সেল) ডিসপ্লে, ৩০ ওয়াট সাউন্ড আউটপুট এবং লিনাক্স OS। টিভিটির ডিজাইন পুরোপুরি ফ্রেমলেস এবং এতে আছে ইনবিল্ট ওয়াই-ফাই ও মিরাকাস্ক সাপোর্ট।

READ MORE:  URBAN HX30 Launched: অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ সস্তায় লঞ্চ হল URBAN HX30 হেডফোন, ফুল চার্জে চলবে দীর্ঘক্ষণ | URBAN HX30 Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.