লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সস্তা iPhone 16e মডেলে বড় ছাড়, এখনই কিনে নেওয়ার সেরা সময় | iPhone 16e Amazon Offer

Published on:

অ্যাপলের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন iPhone 16e এখন বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে একটি আইফোন কেনার পরিকল্পনায় ছিলেন, তাদের জন্য এটি সেরা সুযোগ। অ্যামাজনের দৈনিক ডিল ও ব্যাঙ্ক অফার মিলিয়ে ফোনটি ৮,০০০ টাকা পর্যন্ত কম দামে কেনা যাচ্ছে। আসুন ডিসকাউন্টের পর iPhone 16e কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

iPhone 16e এর ভারতে দাম ও অ্যামাজনের অফার

অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আইফোন ১৬ই এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯০০। ফোনটি দুটি কালারে এসেছে – হোয়াইট ও ব্ল্যা।

READ MORE:  জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না, Oppo Reno 13 থেকে Realme P3x 5G, সেরা পাঁচ ওয়াটারপ্রুফ ফোন | Best 5 IP68 Waterproof Smartphone

তবে বর্তমানে অ্যামাজনে ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি বিক্রি হচ্ছে ৫৬,৭৯০ টাকায়, যা আসল দামের থেকে ৩,১১০ টাকা কম। অন্যদিকে, ৫১২ জিবি ভ্যিরিয়েন্টটি ৪,০০০ টাকা ছাড়ে ৮৫,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে রয়েছে অতিরিক্ত ৪,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট। ফলে ১২৮ জিবি মডেলটি ৫২,৭৯০ টাকায় এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট ৮১,৯০০ টাকায় কেনা যাবে।

READ MORE:  DSLR ফেল! Realme 14 Ultra চোখ ধাঁধানো ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে | Realme 14 Ultra Launch Date

এছাড়া, ক্রেতারা চাইলে পুরনো ফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে ফোনটির মডেল, অবস্থা ও ব্র্যান্ডের এক্সচেঞ্জ পলিসির উপর।

iPhone 16e এর ফিচার

আইফোন ১৬ই ফোনে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও সিরামিক শিল্ড প্রোটেকশন অফার করে। এতে রয়েছে অ্যাপলের শক্তিশালী A18 চিপসেট ও ৮ জিবি র‌্যাম, যা অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করে। ক্যামেরা বিভাগেও ডিভাইসটি বেশ আকর্ষণীয়। এর রিয়ার ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (OIS সহ) এবং ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল। চার্জিংয়ের জন্য রয়েছে টাইপ-সি পোর্ট, ১৮ ওয়াট ওয়্যার্ড ও ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফোনটি IP68 রেটিংসহ জল ও ধুলো প্রতিরোধে সক্ষম।

READ MORE:  Flipkart OMG Gadgets Sale: ১০ হাজার টাকার কম দামে সেরা 5G স্মার্টফোন, Redmi থেকে Vivo আছে লিস্টে | 5G Phones Under Rs 10000

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.