লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Smart TV: Lumio-র হাত ধরে ভারতের স্মার্ট টিভির বাজারে নতুন চমক, সস্তায় 55 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন | Lumio Vision Series Smart TV Launched in India

Published on:

নতুন কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Lumio ভারতের স্মার্ট টিভির বাজারে এন্ট্রি নিল। সংস্থাটি আজ Lumio Vision 7 ও Lumio Vision 9 সিরিজের টিভি এনেছে। এই দুটি সিরিজের অধীনে ৪৩, ৫০ ও ৫৫ ইঞ্চি সাইজের টিভি লঞ্চ হয়েছে। ব্র্যান্ডের তরফে বলা হয়েছে যে, তাদের লক্ষ্য ধীরগতির ও ল্যাগি ইন্টারফেসের সমস্যাকে চিরতরে বিদায় জানানো।

Lumio Vision 7 ও Lumio Vision 9 স্মার্ট টিভির দাম

Lumio Vision 7 সিরিজের ৪৩ ইঞ্চি টিভির মূল্য রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা, ৫০ ইঞ্চির দাম ৩৪,৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চির দাম ৩৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Lumio Vision 9 সিরিজের ৫৫ ইঞ্চি টিভির দাম ৫৯,৯৯৯ টাক। এই স্মার্ট টিভিগুলি ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত Amazon.in থেকে প্রি-অর্ডার করা যাবে। যারা এই সময়ে প্রি-অর্ডার করবেন, তারা ৩ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি পাবেন।

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ৪৩ থেকে ৬৫ ইঞ্চি Smart TV তে বাম্পার ডিসকাউন্ট, এখানে অফার

Lumio Vision 7 ও Lumio Vision 9 স্মার্ট টিভির ফিচার

Lumio Vision 9 সিরিজের টিভিতে আছে ৪কে QD-মিনি এলইডি ডিসপ্লে, যার সাথে রয়েছে ১৯২০টি মিনি এলইডি ও কোয়ান্টাম ডট এনহ্যান্সমেন্ট লেয়ার। এই ডিসপ্লে ৯০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এতে রয়েছে ডলবি ভিশন সাপোর্ট, যা দারুণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেয়।

অন্যদিকে, Vision 7 সিরিজে পাওয়া যাবে ৪কে QLED প্যানেল, কোয়ান্টাম ডট টেকনোলজি ও ব্লু এলইডি ব্যাকলাইট। এই টিভিগুলিতে গুগল টিভি (অ্যান্ড্রয়েড ১১) প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ৪ লক্ষেরও বেশি সিনেমা-সিরিজ এবং ১০,০০০-এর বেশি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন। এতে গুগল কাস্ট, ভার্চুয়াল রিমোট ও স্ক্রিনসেভার হিসেবে গুগল ফটোজ-এর সাপোর্টও রয়েছে।

READ MORE:  55 inch Tv Under 30K: বাড়ি হয়ে যাবে সিনেমা হল, 55 ইঞ্চি 4K স্মার্ট টিভি এখন 30 হাজার টাকার কম দামে | Best 55 inch 4K Smart LED TV Under 30000 Price in India

সাউন্ডের জন্য Vision 9 টিভিতে আছে ২৪ ওয়াট সাউন্ড আউটপুট এবং Vision 7-এর ৫০ ও ৫৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে ৩০ ওয়াট স্পিকার।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.