লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Google Pixel 10 Specifications: আসছে Google Pixel 10 সিরিজের চারটি স্মার্টফোন, কোন মডেলের কত দাম থাকবে | Google Pixel 10 Series Price

Published on:

গুগলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজ Google Pixel 10-এর দাম, ডিজাইন ও ফিচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের আগস্টে এই সিরিজ লঞ্চ হবে এবং এই সিরিজের অধীনে চারটি নতুন Pixel ফোন বাজারে আসবে, যার মধ্যে একটি বেস মডেল, দুটি প্রো মডেল এবং একটি ফোল্ডেবল ফোন থাকবে।

Google Pixel 10 সিরিজের সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, Pixel 10 Pro Fold মডেলের দাম রাখা হবে প্রায় ১,৬০০ ডলার (প্রায় ১,৩৭,৬৬৭ টাকা)। এটি পূর্ববর্তী মডেল Pixel 9 Pro Fold-এর তুলনায় ২০০ ডলার সস্তা। অপরদিকে, Pixel 10 এবং Pixel 10 Pro মডেলগুলোর দাম পূর্ববর্তী মডেলগুলোর মতোই থাকবে, অর্থাৎ যথাক্রমে ৭৯৯ ডলার (প্রায় ৬৮,৭০০ টাকা) এবং ৯৯৯ ডলার (প্রায় ৮৫,৯০০ টাকা)। তবে, Pixel 10 Pro XL মডেলটির দাম আগের চেয়ে ১০০ ডলার বেশি রাখা হতে পারে, অর্থাৎ ১,১৯৯ ডলার (প্রায় ১,০৩,৯৯৯ টাকা)।

READ MORE:  Realme 14 Pro 5G Discount: 6000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরার Realme 14 Pro 5G ফোনে তাগড়া ডিসকাউন্ট | Realme 14 Pro 5G Price

Google Pixel 10 সিরিজের ডিজাইন ও ক্যামেরা

ডিজাইনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল আগের থেকে কিছুটা কমপ্যাক্ট হতে পারে, যার ডাইমেনশন হবে ১৬২.৭ x ৭৬.৬ x ৮.৫ মিমি। যদিও এতে আগের মতোই ৬.৮ ইঞ্চির বড় ডিসপ্লে থাকবে। প্রো ভার্সনগুলো চকচকে ফ্রেমসহ আসবে, অন্যদিকে বেস মডেলটিতে থাকতে পারে ম্যাট ফিনিশ।

READ MORE:  Poco F7: দিন গোনা শুরু, পোকোর বিখ্যাত ফ্ল্যাগশিপ কিলার কবে দেশের বাজারে আসবে জানুন | Poco F7 India Launch Timeline

সব মডেলেই গুগলের নিজস্ব Tensor চিপসেট ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। নতুন চিপসেট উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আরও কার্যকর AI ফিচার অফার করবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল- এইবার বেস মডেল Pixel 10-তেও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে, যার মধ্যে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। আগে এটি কেবল প্রো মডেলগুলোতেই সীমাবদ্ধ ছিল।

READ MORE:  এআই চালিত জুম ফোন লঞ্চ হল দেশে, ছাড়পত্র দিল টেলিকম দফতর

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.