লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

গ্রামে কমেছে বেকারত্ব, পিছিয়ে শহর! রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের শ্রমবাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তনের হদিশ মিলেছে। ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এবার বেকারত্বের (Unemployment) হার অনেকটাই হ্রাস পেয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর এই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তব আইনের মন্ত্রকের অধীনস্থ Periodic Labour Force Survey (PLFS) সংস্থা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কাগজ-কলমে এই হ্রাস খুব একটা বেশি না হলেও দেশের অর্থনৈতিক পরিকাঠামো কিছুটা স্থিতিশীল ছিল, তার ইঙ্গিত দিচ্ছে। তবে এই চিত্র গোটা দেশে কিন্তু সমান নয়। শহর বলুন বা গ্রাম, পুরুষ বলুন কিংবা নারী, পার্থক্য রয়েছে স্পষ্ট। চলুন দেখে নেওয়া যাক, একনজরে রিপোর্ট কী বলছে।

READ MORE:  প্রতি কিমিতে মাত্র ১.৪ টাকা খরচ! বাইকের থেকেও সস্তা টাটার এই EV-তে ৮৫ হাজার ছাড়

গ্রামের ক্ষেত্রে মিলছে হালকা স্বস্তি!

এই সামগ্রিক বেকারত্বের হার কমার পিছনে সবথেকে বড় অবদান গ্রামবাসীর। হ্যাঁ, গ্রামের বেকারত্বের হার ৪.৩% থেকে কমে ৪.২% নেমেছে। পুরুষ এবং মহিলা উভয়ক্ষেত্রেই উন্নতি দেখা যাচ্ছে। অন্যদিকে শহরাঞ্চলের চিত্রটা পুরো ভিন্ন। পুরুষদের বেকারত্বের হার বেড়েছে ৬% থেকে ৬.১%। আর মহিলাদের ক্ষেত্রে ৮.৯% থেকে কমে দাঁড়িয়েছে ৮.২%, যা কিছুটা উল্লেখযোগ্য পরিবর্তন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাজ খোঁজা এবং কাজ করার পরিসংখ্যান

ভারতীয়দের মধ্যে যারা কাজ খুঁজছেন বা কাজ করছেন (LFPR), তাদের হার ২০২৪ সালে দাঁড়িয়েছে ৫৬.২%। তবে ২০২৩ সালের তুলনায় খুব একটা তারতম্য দেখা যায়নি। যদিও Principal এবং Subsidiary Status এর তথ্য অনুযায়ী এই হার সামান্য কমে ৫৯.৮% থেকে ৫৯.৬% দাঁড়িয়েছে।

READ MORE:  Android Phone: ৩ দিন ব্যবহার করেননি? অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন | Your Android Smartphone Will Automatically Turn Off

হিসাব বলছে, শহরাঞ্চলের ক্ষেত্রে LFPR বেড়ে পুরুষদের ক্ষেত্রে দাঁড়িয়েছে ৭৪.৩% থেকে ৭৫.৬% এবং মহিলাদের ক্ষেত্রে ২৫.৫% থেকে ২৫.৮%। সবমিলিয়ে এই হার ৫০.৩% থেকে ৫১% পৌঁছেছে। আর এই সংখ্যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, শহরের মানুষজন, বিশেষ করে মহিলারা আগের থেকে বেশি কাজের খোঁজ করছেন বা কাজে যুক্ত হচ্ছেন।

গ্রামের মহিলাদের অংশগ্রহণেও পরিবর্তন

হিসাবে বিরাট পরিবর্তন দেখা গিয়েছে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে। যেখানে একসময় বহু মহিলা পরিবারের ব্যবসায় বিনা পারিশ্রমিক কাজ করতেন, আর এখন সেই হার কমে দাঁড়িয়েছে ১৯.৯% থেকে ১৮.১%। হ্যাঁ, আগের মত পরিবারের কাছে নিযুক্ত না থেকে তারা এবার বিভিন্ন ধরনের কাজ করছেন বা কাজের বাইরে যাচ্ছেন।

READ MORE:  সেভিংস অ্যাকাউন্টে নির্ধারিত সীমার বেশি টাকা জমা বা তোলায় আসতে পারে আয়কর নোটিশ, জেনে নিন নিয়ম

আর এর ফলে গ্রামের নারীদের LFPR ও WPR (Worker Population Ratio) এর উপর বিরাট প্রভাব পড়ছে। তবে WPR-এর সর্বভারতীয় হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৫%, যা আগে ছিল ৫৩.৪%। 

সবমিলিয়ে রিপোর্ট কী বলছে?

যদিও বেকারত্বের হার সামান্য কমেছে। তবে Principal এবং Subsidiary Status এর তথ্য অনুযায়ী বেকারত্বের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩.২%। যেখানে ২০২৩ সালে এই হার ছিল ৩.১%। তবে এই পরিবর্তন থেকে স্পষ্ট যে, শ্রমবাজারে এখনও বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন চলছে। কিছু ইতিবাচক আবার কিছু নেতিবাচক। এখন সময়ই বলে দেবে, এই ছোটখাটো পরিবর্তনগুলি ভবিষ্যতে কত বড় প্রভাব ফেলবে এবং ভারতের বেকারত্বের হার কোথায় গিয়ে ঠেকবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.