লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

East Bengal: কাটল ২১ বছরের খরা! ব্যর্থতার মাঝেই আইলিগ জয় ইস্টবেঙ্গলের | East Bengal Wins Domestic League After 21 Years

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৌম্যা গুগুলথের ভরসাযোগ্য গোলে অধরা স্বপ্ন পূরণ হল ইস্টবেঙ্গলের (East Bengal)। এতদিন পুরুষ দলের ওপর ভরসা করে লাভ হয়নি, তাই স্বপ্ন পূরণের লড়াইটা বল পায়ে লড়তে নেমেছিল লাল হলুদের নারী বাহিনী। আর তাতে লক্ষ্যপূরণে বেশি সময় লাগেনি।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ভিন রাজ্যের দল ওড়িশা এফসিকে কার্যত নাস্তানাবুদ করে 1-0 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে মশাল বাহিনী। যার জেরে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ ট্রফি কাঁধে তুলেছে কলকাতা ময়দানের এই প্রধান। বলে রাখি, মূলত সৌম্যার 67 মিনিটের গোলেই অধরা লক্ষ্যে তীর নিক্ষেপ করল লাল হলুদ।

READ MORE:  East Bengal Vs Mohun Bagan: ডার্বি থেকে ISL, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, কোন দল সেরা? পুরনো অঙ্কেই মিলবে উত্তর | ISL, Derby Win Calculator

21 বছরের খরা কাটিয়ে উঠল ইস্টবেঙ্গল

2003-2004 মরসুমে শেষ বারের মতো আই লিগ নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গলের পুরুষ দল। তবে এরপর আর ভারতীয় ফুটবলের কোনও শিরোপাই কাঁধে ওঠেনি, লাল হলুদের। সাম্প্রতিককালে ইন্ডিয়ান সুপার লিগের যাত্রায় একেবারে ডাহা ফেল করেছে ইস্টবেঙ্গলের ছেলেরা। যে যন্ত্রণা আজও কুরে কুরে খায় কোচ অস্কারকে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ISL-এ যাত্রা ভঙ্গের পর আশা ছিল AFC চ্যালেঞ্জ লিগে। তবে সেখানেও তুর্কমেনিস্তানের দল আর্কাদাগের কাছে মুখ পুড়েছে ইলিশ প্রেমীদের। এহেন আবহে ছেলেদের অপ্রাপ্তি ঘোঁচালো মেয়েরা। তৃতীয় বারের জন্য আই লিগ খেলতে নেমে ট্রফি জেতার পাশাপাশি AFC মহিলা চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে ফেলেছে মশাল বাহিনীর নারী দল। উল্লেখ্য, দীর্ঘ 21 বছরের খরা কাটিয়ে শেষমেশ মহিলাদের হাত ধরেই ঘরোয়া লিগ জিতল ইস্টবেঙ্গল।

READ MORE:  Club Cricket: ১৬ বছরের পুত্রের সঙ্গে ফের মাঠে দ্রাবিড়, কত রান করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ? | Rahul Dravid Played Club Cricket

আই লিগ জেতার লক্ষ্যে একেবারে আটঘাট বেঁধে নামে ইস্টবেঙ্গল

নারী বাহিনীর হাত ধরে সুনিশ্চিত হয়েছে আই লিগের শিরোপা। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে লাল হলুদের একাধিক পরিকল্পনা। জানা গিয়েছে, আই লিগে নিশ্চিত করতে একেবারে সেরা ফুটবলারদের সই করিয়েছিলেন লাল হলুদের কর্তার। সেই সাথে পথপ্রদর্শক হিসেবে দলে নেওয়া হয়েছিল অন্যতম সেরা কোচকেই।

অবশ্যই পড়ুন: চেন্নাই বধের পরই বিরাট উপহার পেল KKR! যাত্রা শেষ হচ্ছে ধোনিদের?

হ্যাঁ, গোকুলম মহিলা দলকে জোড়া আই লিগ জেতানো অ্যান্টনি অ্যান্ড্রুজকে কোচ করে লাল হলুদ। পাশাপাশি দলের হাল ধরে রাখতে সই করানো হয় আশালতা দেবী, সন্ধ্যা রঙ্গনাথন, অঞ্জু তামাংদের মতো বিধ্বংসী ফুটবলারদের। স্বদেশীদের পাশাপাশি আই লিগের সর্বোচ্চ গোলদাতা বিদেশি ফুটবলার লশাদ্দাই আচেমপংকে সই করিয়ে একেবারে লাভের গুড় খেয়েছে ইমামি ইস্টবেঙ্গল।

READ MORE:  India Vs Bangladesh: ভারতকে হারাতে না পেরে ভেঙে পড়লেন হামজা চৌধুরী! | Hamza Is Disappointed

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.