লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ATM Withdrawal: ডেবিট কার্ড ছাড়া ATM থেকে এভাবে তুলুন টাকা | How To Withdrawal Cash From ATM Without Debit Card

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ এখুনই এটিএম (ATM) থেকে টাকা তুলতে হবে? কিন্তু সঙ্গে কার্ড নেই? তাহলে চিন্তা নেই, এবার আপনি অনায়াসেই এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্তমানে ডিজিটাল যুগ চলছে। আর এই সময়ে এখন অনেকেরই পকেটে ক্যাশ টাকা থাকে না। কারণ এখন সকলের মোবাইলেই রয়েছে ইউপিআই। তবে অনেক সময়ে এমন পরিস্থিতি আসে যখন নগদ টাকার খুব দরকার পড়ে যায়, কিন্তু তখন আবার কাছে এটিএম কার্ড থাকে না। সেক্ষেত্রে কী করবেন?


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ATM কার্ড ছাড়াই কীভাবে টাকা তোলা যায়

১) এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে হলে, আপনাকে BHIM, Paytm, Google Pay, PhonePay ইত্যাদি UPI ভিত্তিক অ্যাপ ব্যবহার করতে হবে।

READ MORE:  চলন্ত ট্রেনেই ATM, টাকা তোলা থেকে খরচ, সবই হবে! নয়া ব্যবস্থা রেলের

২) আপনাকে এটিএম-এ যেতে হবে এবং কার্ডলেস টাকা তোলার বিকল্পটি নির্বাচন করতে হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

৩) এবার আপনাকে UPI অ্যাপটি খুলতে হবে এবং QR কোডটি স্ক্যান করতে হবে।

৪) এর পরে, UPI এর মাধ্যমে প্রমাণ দেওয়ার পরে, আপনি নগদ টাকা তুলতে পারবেন।

প্রতি দিন কতটা ক্যাশ তুলতে পারবেন?

এবার জানতে হবে আপনি কত টাকা অবধি তুলতে পারবেন। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়া ক্যাশ তোলার একটি সীমা নির্ধারিত করা হয়েছে। আপনি প্রতিদিন ৫ হাজার টাকা অবধি তুলতে পারবেন। এখন এই ৫ হাজার টাকা আপনি চাইলে একবারেই তুলতে পারেন বা দু’বার বা তিনবারেও কার্ডলেস ট্রানজ্যাকশনের মাধ্যমে করতে পারবেন। কিছু ব্যাঙ্ক আবার এই সীমা ১০,০০০ টাকা অবধিও করেছে।

READ MORE:  SBI ATM: মে মাসে বদলে যাচ্ছে SBI-র ATM ব্যবহারের নিয়ম, বিরাট প্রভাবিত হবেন গ্রাহকরা | SBI Changing ATM Rules From 1st May

এই পদ্ধতি কতটা নিরাপদ?

এখন প্রশ্ন উঠছে, এই পদ্ধতিটি আদৌ কতটা নিরাপদ? বিশেষজ্ঞদের মতে, UPI অ্যাপের মাধ্যমে টাকা তোলার এই পদ্ধতিটি বেশ নিরাপদ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পদ্ধতি সম্পর্কে বলেছিল যে এটি একটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি। এতে কার্ড ক্লোনিং সম্ভব নয়। এর মানে হল এটি আপনাকে ব্যাংকিং জালিয়াতি থেকে রক্ষা করে।

READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের স্বস্তি, একধাক্কায় ৪ হাজার টাকা কমল দাম! দেখুন আজ সোনা-রুপোর রেট | Gold Silver Price

UPI এর মাধ্যমে, আপনি দিনে মাত্র ১০,০০০ টাকা নগদ তুলতে পারবেন। এর পাশাপাশি, এখন টাকা তোলার সময়, এটিএম কার্ডের পরিবর্তে আপনাকে কেবল স্মার্টফোনটি পার্স থেকে বের করতে হবে। এটি কিছুটা সময় সাশ্রয়ী পদ্ধতিও।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.