লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Xiaomi 16 Processor: সবচেয়ে শক্তিশালী প্রসেসর সহ আসছে Xiaomi 16, থাকবে 7000mAh ব্যাটারি সহ অনেক কিছু | Xiaomi 16 Launch Date

Published on:

শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 16 এই বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। টিপস্টার ‘উইজডম পিকাচু’-দাবি করেছেন যে, ফোনটি সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট সহ বাজারে আসতে পারে। এর পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যেখানে Xiaomi 15 স্মার্টফোনে ছিল ৫২৪০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  Xiaomi Civi 5 Pro Feature: 50MP টেলিফটো ক্যামেরা ও 6000mAh ব্যাটারির সবথেকে স্লিম ফোন আনছে Xiaomi | Xiaomi Civi 5 Pro 50MP Telephoto Camera

ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে Xiaomi 16 মডেলে বিশেষ প্রযুক্তি

ব্যাটারির ক্ষমতা বাড়াতে আসন্ন শাওমি ১৬ ফোনে হাই-ডেনসিটি সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গেছে। এছাড়া টিপস্টার জানিয়েছেন যে, এতে আগের মডেলের থেকে বড় ডিসপ্লে থাকতে পারে এবং ডিভাইসটা আল্ট্রা-থিন স্ট্যাকড পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ আসতে পারে। তবে বড় ব্যাটারি ব্যবহার করা হলেও ফোনটি পাতলা হবে বলে জানা গেছে। আপাতত আপকামিং স্মার্টফোনটি সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে।

READ MORE:  সবচেয়ে সস্তায় গেমিং ফোন লঞ্চ করে চমকে দিল ZTE, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে | Nubia Neo 3 5G 3 GT Launched

Xiaomi 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি ১৫ স্মার্টফোনে আছে ৬.৩৬ ইঞ্চি 1.5K OLED LTPO ডিসপ্লে আছে, যার রেজোলিউশন ২৬৭০ x ১২০০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৩২০০ নিটস। এই ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট অফার করে এবং সুরক্ষার জন্য এতে শাওমি শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে।

ফোনটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে আছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যেগুলি হল প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো। সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি ৫২৪০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Poco X6 Neo 5G: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco ফোনের সাথে ৫০০০ টাকা ছাড়, জলের দরে কিনুন | Poco X6 Neo 5G Discount Offer
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.