লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

PSL 2025: ম্যান অফ দ্যা ম্যাচকে হেয়ার ড্রায়ার দিয়ে হাসির খোরাক পাকিস্তান সুপার লিগ! | Strange Incident In PSL 2025

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝে আজব কীর্তি ঘটল পাকিস্তান সুপার লিগে। তৃতীয় PSL ম্যাচে মুলতান সুলতানদের বিরুদ্ধে 4 উইকেটে জয় পেয়েছে করাচি কিংস। আর এই ম্যাচেই প্রতিপক্ষকে জাত চেনাতে 43 বলে 101 রানের বড় ইনিংস খেলেন জেমস ভিন্স।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তাঁর দুরন্ত সেঞ্চুরির দৌলতেই বড় ব্যবধানে জয় পেয়েছে করাচি কিংস। আর এই কীর্তি নিয়েই পাকিস্তান সুপার লিগের তৃতীয় আসরে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জেমস। এরপরই খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয়েছে ম্যাচ সেরার পুরস্কার। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে জেমস কী পেলেন? সূত্রের খবর, ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ায় তাঁকে পুরস্কার হিসেবে একটি হেয়ার ড্রায়ার তুলে দিয়েছেন PSL কর্তৃপক্ষ। যা সাধারণত পাড়ার ক্রিকেটে তৃতীয় পুরস্কার হিসেবে বিবেচিত।

READ MORE:  Shahid Afridi: জামাইকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ! শাহিনের উপর রেগে লাল আফ্রিদি | Shahid Afridi Advised To Rest Shaheen In Final T20 Match Aginst New Zealand

সহজ জয় পায় করাচি কিংস

প্রথমে ব্যাট করতে নেমে 243 রানের বড় লক্ষ্য গড়ে ফিল্ডিং করতে নামে মুলতান সুলতানরা। প্রতিপক্ষের বড় রানের জবাবে 19.2 ওভার 4 উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় করাচি কিংস। আর এই ম্যাচেই মাত্র 43 বলে 4টি ছয় ও 14টি চার সহযোগে 101 রানের বড় যোগদান রাখেন বিদেশি তারকা জেমস। এরপরই ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার তুলে দেওয়া হয় তাঁকে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ভাইরাল হয়েছে ভিডিও

করাচি কিংসের জয়ের পর ম্যান অফ দ্যা ম্যাচ পুরুস্কার হিসেবে জেমসের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি নতুন হেয়ার ড্রায়ার, যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে, হাসিমুখে জেমিসকে ড্রায়ারটি নিয়ে দেখা গিয়েছে। এমন ভিডিও ভাইরাল হতেই হাসির রোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে।

অবশ্যই পড়ুন: ISL জয়ের পর আরেক সুখবর মোহনবাগানে

নেটিজেনদের প্রতিক্রিয়া

ভিডিওটি দেখার পর নেট নাগরিকদের মধ্যে একজন খানিকটা বিদ্রুপের ছলে, ভিডিওটির কমেন্ট সেকশনে লিখেছেন, পুরস্কার হিসেবে লাঞ্চ বক্স দিলে ভাল হতো। কেউ কেউ আবার খানিকটা চটে গিয়েই লিখেন, এভাবে প্রমোট করার বদলে PSL-কে অপমান করছেন আপনারা। সব মিলিয়ে, পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষের কাণ্ডে কার্যত তোলপাড় নেট দুনিয়ায়।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফির আগে বিপদ বাড়ল টিম ইন্ডিয়ার, চিন্তায় গম্ভীর থেকে BCCI | Team India's Most Player Inexperienced In Dubai

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.