লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

‘চাকরি ছোটো ব্যাপার, জানও চলে গেলে যা করতে হয় করব’, ভাইরাল বাংলার সিংঘমের ভিডিও

Published on:

সহেলি মিত্র, কলকাতা: বর্তমান সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা। প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল থেকে শুরু করে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে রয়েছে সর্বত্র। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের ঘটনায় দিকে দিকে বিক্ষোভের আগুন জ্বলছে। আতঙ্কে রীতিমতো কাঁপছেন বহু মানুষ। সবথেকে খারাপ পরিস্থিতি তৈরী হয়ে রয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে আমতালা। ঘর বাড়ি জ্বলছে, প্রাণ রক্ষায় বাড়ি ছাড়ছেন অনেকে। শুধু তাই নয়, উর্দিধারী পুলিশের ওপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এসব ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক নির্ভিক পুলিশ অফিসারের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। তিনি যে ভঙ্গিমায় কথা বলছেন তা শুনে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। এমনকি তাঁকে অনেকে ‘সিংঘম’ পুলিশ অফিসারের তকমাও দিয়েছেন। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in.


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পুলিশ অফিসারের ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাস রাস্তায় কিছু মানুষের জটলা রয়েছে। আর সেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই দাপুটে পুলিশ অফিসার। তাঁর ভঙ্গিমা, কথা বলা শুনে মুগ্ধ সকলে। ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্ট বক্সে এই পুলিশ অফিসারের সাহসের প্রশংসা করছেন সকলে। ভিডিওতে পুলিশ অফিসারকে বলতে শোনা যাচ্ছে, ‘বাচ্চা কাঁদছে, মহিলা কাঁদছে। এটা মেনে নেওয়া যায় না। আমি বলছি, আজ যদি চাকরিও চলে যায়, তাও এখানে যা হচ্ছে তা হতে দেব না। জানও চলে যাক কোনো ব্যাপার নয়।’

READ MORE:  হাইকোর্ট চত্বরে সাংবাদিকের উপর হামলা! বাদ গেলেন না ক্যামেরা পার্সনও, নিন্দার ঝড় বাংলায়

এ যেন বাস্তব জীবনের ‘সিংঘম’

যদিও এটি কোথাকার এবং কবেকার ভিডিওটি সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। যাইহোক, অনেকে তাঁকে সিনেমার নয়, বাস্তব জীবনের সিংঘম পুলিশ অফিসারের তকমা দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, এই পুলিশ অফিসারের নাম কী? তাঁর পোস্টিং কোথায়?


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এই বিষয়ে একজন কমেন্ট বক্সে দাবি করেছেন, ভিডিওতে যে পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে তাঁর নাম মিতুন কুমার দে। তিনি নাকি আগে ডায়মন্ড হারবারের SDPO ছিলেন, এখন ডায়মন্ড হারবার পুলিশ জেলার Ad S.P সৎ ও নির্ভিক অফিসার | ফিল্ডে নেমে কাজ করেন, ভালো কাজের জন্য এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে ওনার।

READ MORE:  ভারত সেরা পশ্চিমবঙ্গ, বিশ্বব্যাপী পাখি গণনায় ৫৪৩ প্রজাতি নিয়ে শীর্ষে বাংলা

কে এই মিতুন কুমার দে?

বলে দিই, এই মিতুন কুমার দে দাপুটে কপ বলেই পরিচিত। পাশাপাশি তাঁর নামের আগে অনেকেই আবার ভালোবেসে ‘মানবিক’ শব্দও জোড়েন। এর আগে ২০২১ সালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দুজন ব্যক্তিকে রাস্তার ধরে শাস্তি দিতে দেখা যায় মিতুন কুমারকে। আসলে সেই দুজন রাস্তায় মেয়েদের ইভটিজিং করেছিল। এরপর মিতুনবাবু সেই খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে প্রথমে দাওয়াই দেন, পরে দুজনাকেই কান ধরে রাস্তায় ওঠবস করান। জানা যাচ্ছে বর্তমানে তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। আজ এই পুলিশ অফিসারের ভিডিও ভাইরাল হওয়ার পর, রাজ্যজুড়ে তাঁর প্রশংসা হচ্ছে।

READ MORE:  Beautician Chotu Da: নিজের পরোয়া নয়, সোনার চেন বেচে ১৫০ বাচ্চার মুখে অন্ন তুলেছেন ঝাড়গ্রামের বিউটিশিয়ান 'ছোটুদা' | Beautician Chotu Da from Jharkhand Who Sold Gold Chain to feed 150 Children

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.