লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo K13 Specifications: চার্জ শেষ হবে না, 7000mAh ব্যাটারির সাথে বাজারে আসছে Oppo K13 স্মার্টফোন | Oppo K13 Launching in India on 21 April

Published on:

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আপ্পো আগামী ২১ এপ্রিল Oppo K13 লঞ্চ করতে চলেছে। এটি ২০,০০০ টাকার কম দামে আসবে বলে জানা গেছে। আর ফিচার হিসেবে এতে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ওয়েট টাচ মোড। তাই আপনি যদি দীর্ঘ ব্যাটারি লাইফ ও দুর্দান্ত পারফরম্যান্সের কোনো মিড রেঞ্জ স্মার্টফোন কিনতে চান, এই ডিভাইসটির জন্য অপেক্ষা করতে পারেন। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে আপাতত কোন কোন তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

READ MORE:  দামি ফোল্ডেবল ফোন এবার মিলবে সস্তায়, বড় চমক আনতে চলেছে Samsung

Oppo K13 দেবে দমদার পারফরম্যান্স

ওপ্পো কে১৩ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। এর সাথে থাকবে এড্রেনো এ৮১০ জিপিইউ, LPDDR4X র‌্যাম ও UFS 3.1 স্টোরেজ। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৭,৯০,০০০+ স্কোর করেছে।

শক্তিশালী ব্যাটারি

অপ্পো কে১৩ ফোনে থাকবে বিশাল ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ফুল চার্জে ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করা যাবে। এই ব্যাটারি ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি মাত্র ৫ মিনিটে ৪ ঘণ্টা পর্যন্ত গেম খেলতে দেবে ফোনটি। এর ব্যাটারি ৩০ মিনিটে ৬২% এবং এক ঘণ্টার কম সময়ে পুরোপুরি চার্জ হয়ে যাবে।

READ MORE:  Vivo T3 Ultra Discount: পুরো ৯০০০ টাকা সরাসরি ছাড়, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Vivo T3 Ultra অনেক সস্তায় | Vivo T3 Ultra Price

ডিসপ্লে

Oppo K13 স্মার্টফোনের সামনে ৬.৬৭ ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১২০০ নিটস। আবার হ্যান্ডসেটটি ‘Wet Touch Mode’ সহ আসবে, তাই স্ক্রিনে জল বা তেল থাকলেও ঠিকভাবে কাজ করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.