রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে। এতে দুর্দান্ত ফিচার, বিশাল বড় ব্যাটারি ও স্লিম ডিজাইন থাকবে বলে জানা গেছে। এর পাশাপাশি, রিয়েলমি দাবি করেছে যে, এই ফোনে ব্যবহার করা হবে গ্রাফিন-কোটেড ফাইবারগ্লাস ব্যাক প্যানেল, যা ‘Ice Sense’ কুলিং টেকনোলজি নামে পরিচিত। এই প্রযুক্তি ডিভাইসকে অতিরিক্ত গরম হতে দেবে না।
Realme GT 7 এর অন্যান্য স্পেসিফিকেশন
আসন্ন রিয়েলমি জিটি ৭ ফোনে দেওয়া হবে ৭২০০ এমএএইচ ব্যাটারি। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এর বডি থাকবে অবিশ্বাস্যভাবে হালকা ও পাতলা, এটি ৮.২৫ মিমি পুরু হবে এবং ওজন হবে ২০৩ গ্রাম। ডিভাইসটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি জিটি ৭ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে। আবার ফোনটি BOE ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পাতলা বেজেল এবং আই-প্রোটেকশন ফিচার থাকবে।
সিকিউরিটির জন্য এই রিয়েলমি স্মার্টফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। হ্যান্ডসেটটি IP69 রেটিং সহ আসবে, অর্থাৎ ধুলো এবং জল প্রতিরোধী হবে। সফটওয়্যারের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টমাইজড কালার ওএস কাস্টম স্কিনে চলবে।
উল্লেখ্য, Realme GT 7 Pro আগেই বাজারে এসেছে, এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। এখন দেখার Realme GT 7 ফোনটি প্রো মডেলের মতো সাড়া ফেলতে পারবে কিনা।