লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Acer Super ZX Pro Launched: কম দামে ১২ জিবি র‌্যাম ও ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Acer Super ZX Pro, রয়েছে সনি সেন্সর | Acer Super ZX Pro Price in India

Published on:

ভারতে লঞ্চ হল Acer Super ZX Pro স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। আসুন Acer Super ZX Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

READ MORE:  OnePlus 13T হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সবচেয়ে সস্তা স্মার্টফোন, থাকবে দুর্দান্ত টেলিফটো ক্যামেরা

Acer Super ZX Pro এর ভারতে দাম

এসার সুপার জেডএক্স প্রো এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা। আগামী ২৫ এপ্রিল অ্যামাজন থেকে ফোনটির সেল শুরু হবে।

Acer Super ZX Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

এসার সুপার জেডএক্স প্রো স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে বলে এসার নিশ্চিত করেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।

READ MORE:  Vivo V50: ছবি দেখলেই কেনার ইচ্ছা জাগবে! লঞ্চের আগেই ফাঁস Vivo V50-এর ডিজাইন, ফিচার্স | Vivo V50 Launch Date

ক্যামেরার কথা বললে, Acer Super ZX Pro হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল LYTIA IMX882 প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Acer Super ZX Pro ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। এতে আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ প্রতিরোধী রেটিং পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  HMD 130 Launched: ভারতে লঞ্চ হল HMD 130 ও 150 Music ফিচার ফোন, পাবেন UPI পেমেন্টের সুবিধা | HMD 150 Music Launched
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.