রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে কেন্দ্র, প্রকল্পের টাকা এবার সরাসরি জনগণের কাছে যাবে

রাজ্যগুলিতে সরকারি প্রকল্পের জন্য অর্থ পাঠানোর পদ্ধতি পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার। আগে, আবাসন, ১০০ দিনের কাজ এবং গ্রামীণ সড়ক প্রকল্পের মতো প্রকল্পের অর্থ সরাসরি রাজ্য সরকারের কাছে পাঠানো হত। কিন্তু এখন, কেন্দ্রীয় সরকার রাজ্যের সরলকারের কাছে অর্থ পাঠানো বন্ধ করে দিচ্ছে! তাহলে কি আর একেবারেই কেন্দ্রের সহায়তা আসবে না!

এই নতুন ব্যবস্থাটি কেন্দ্রীয় সরকারের “এক জাতি, এক ভোট” এবং “এক জাতি, এক রেশন” ধারণার অংশ। সমস্ত সরকারি প্রকল্পের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে জিনিসগুলিকে আরও সহজ করতে চায় কেন্দ্র। যদি এই ব্যবস্থা চালু করা হয়, তাহলে রাজ্যগুলি আর কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অর্থ নিয়ন্ত্রণ করবে না।

READ MORE:  আজ থেকেই কপাল পুড়ল ৩০ কোটি কর্মচারীর, PF-এর সুদের হার কমে গেল

এর অর্থ হল, কোনও রাজ্য সরকার কোনও প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করলেও, কেন্দ্রীয় সরকার এখনও এটি পর্যবেক্ষণ করবে। এর ফলে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ আটকে রাখার অভিযোগ করেছে। রাজ্য সরকারকে এই প্রকল্পগুলির জন্য নিজস্ব তহবিল ব্যবহার করতে হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার সময়মতো টাকা পাঠায়নি।

READ MORE:  ৫০০ টাকার নোটে এই চিহ্ন দেখেছেন? আসল নোট নাকি জাল, জানুন সত্যি

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় সরকারের বিলম্বের কারণে রাজ্য নিজস্ব অর্থ দিয়ে এই প্রকল্পগুলি পরিচালনা করছে। তাঁর দাবি, ‘ইউসি দেওয়ার পরেই ওরা টাকা দেয়। কেন্দ্র তো আমাদের প্রাপ্য টাকাই দিচ্ছে না। সেগুলি তো বিয়ন্ড টাইম হয়ে গিয়েছে। এখন রাজনৈতিক গিমিক করছে।’

কেন্দ্র সুবিধাভোগীদের জন্য এই পরিকল্পনা করেছে

যদি এই নতুন ব্যবস্থা চালু করা হয়, তাহলে এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক আরও খারাপ করতে পারে। পূর্বে, কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে টাকা পাঠাত, এবং রাজ্যকে পরবর্তী কিস্তি পাওয়ার আগে কীভাবে টাকা ব্যয় করা হয়েছে তার একটি রিপোর্ট পাঠাতে হত।

READ MORE:  অ্যান্ড্রয়েডের ফিচার ধার করলো আইফোন, চলে এল গুগলের জনপ্রিয় “Circle to Search” ফিচার | How to use Apple iPhone usr Use Google Circle

নতুন ব্যবস্থার অধীনে, টাকা সরাসরি জনগণের অ্যাকাউন্টে যাবে এবং রাজ্য সরকার আর তহবিল পরিচালনা করতে পারবে না। অর্থাৎ কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ হচ্ছে না। বরং সরাসরি এই প্রকল্পগুলির টাকা সুবিধাভোগী ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা দায়িত্বে থাকা বিভাগগুলির অ্যাকাউন্টে জমা করার পরিকল্পনা করছে।

Scroll to Top