লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

২১শে এপ্রিল থেকে রেশন কার্ডের নয়া নিয়ম! না মানলেই বন্ধ বিনামূল্যে রেশন

Published on:

রেশন কার্ড (Ration Card), যা বছরের পর বছর ধরে কোটি কোটি মানুষের জীবনের সবথেকে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খরচের সাশ্রয় এনে দেয় এই কার্ডটি। বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের জন্য এটি যেন আশীর্বাদ।

তবে এবার সেই ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন। সরকার জানিয়েছে যে, ২১শে এপ্রিল, ২০২৫ থেকে রেশন ব্যবস্থায় চালু হবে নতুন সব নিয়ম। আর এই নিয়মগুলি না মানলে বিনামূল্য রেশন বন্ধ করে দেওয়া হতে পারে।

কেন এই পরিবর্তন?

আসলে গত কয়েক বছর ধরে নানা জেলায় খুঁজে পাওয়া গিয়েছে একাধিক ভুয়ো রেশন কার্ড, মৃত ব্যক্তির নামে রেশন কার্ড। আর এই সমস্ত অনিয়ম রোধ করতেই কড়া সিদ্ধান্তের পথে হেঁটেছে কেন্দ্র সরকার। লক্ষ্য একটাই- প্রকৃত অভাবী এবং নিম্নবিত্ত মানুষ যেন এই প্রকল্পের সুবিধা পান।

READ MORE:  সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম, কড়া সতর্কবার্তা জারি করলো অর্থ মন্ত্রক

কী কী বদল আসছে রেশন ব্যবস্থায়?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রেশন ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। সেগুলি হল-

  • এবার থেকে সমস্ত রেশন গ্রাহকদের আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে। নাহলে রেশন বন্ধ হতে পারে।
  • যাদের একাধিক রেশন কার্ড রয়েছে, তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে। এক পরিবারের একটি রেশন কার্ড থাকবে।
  • যারা পুরনো রেশন কার্ডধারী, তাদের প্রত্যেককে আধার কার্ড এবং যাবতীয় তথ্য জমা দিতে হবে। অর্থাৎ কেওয়াইসি আপডেট করতে হবে। 
  • এবার থেকে যেকোনো রাজ্য থেকে রেশন তোলা যাবে। 
  • মৃতদের নাম আর রেশন তালিকায় রাখা যাবে না। 
  • রেশন তুলতে গেলে আঙ্গুলের ছাপ বা ওটিপি বাধ্যতামূলক। 
  • নতুন আবেদনকারীদের ঠিকানার পরিচয়পত্র জমা দিতে হবে।
READ MORE:  New 10 And 500 Notes: আসছে নতুন ১০ ও ৫০০ টাকার নোট! আগের নোট কি বাতিল? জানাল RBI | New 10 And 500 Notes Will Be Released Soon

কেওয়াইসি আপডেট কীভাবে করবেন?

রেশন কার্ডের কেওয়াইসি আপডেট করতে গেলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে নিকটবর্তী কোন রেশন দোকান বা CSC কেন্দ্রে যান।
  • এক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড এবং মোবাইল নাম্বারগুলি সঙ্গে রাখুন। 
  • সেখানে গিয়ে পরিবারের সকল সদস্যের যাবতীয় তথ্য দিন।
  • এরপর মোবাইল নাম্বার রেজিস্টার করুন।
  • মনে রাখবেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে। কাউকে কোন রকম টাকা দেবেন না।
READ MORE:  Romania Viral Stone: দরজার পাশে হেলায় পড়ে থাকা এক টুকরো পাথরই বদলে দিল ভাগ্য! মিলল ৮ কোটি টাকা | Man Got 8 Crore From Amber Stone

এই নিয়মের ফলে কী হবে?

এই নতুন নিয়মগুলি চালু করার ফলে প্রকৃত দরিদ্র পরিবাররাই এবার থেকে রেশনের সুবিধা পাবে। ফলে দুর্নীতি বন্ধ হবে। এছাড়া সরকারের খরচ কমবে এবং ডিজিটাল স্বচ্ছতা এবং আধুনিকতা আরো বৃদ্ধি পাবে।

কেওয়াইসি না করলে কী হবে?

যদি আপনি কেওয়াইসি এখনো না করে থাকেন, তাহলে আপনার বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন এবং যেকোনো বিভ্রান্তি বা জালিয়াতির হাত থেকে বাঁচতে সরকারি ওয়েবসাইট বা টোল ফ্রি নাম্বারের সাহায্য নিতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.