বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্লেটনের ছাঁটাইয়ের সিলেবাস শেষ হওয়ার আগেই ফের ইস্টবেঙ্গলে (East Bengal) বাদের খাতা খুলল আরেক তারকার। সূত্রের খবর, ব্রাজিলিয়ান তারকা একা নন, সুপার কাপের আগে ইস্টবেঙ্গল থেকে বাদ পড়লেন আরও এক পরিচিত মুখ।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফের ছাঁটাইয়ের খবর লাল হলুদে
গত রবিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সুপার কাপের প্রস্তুতি ম্যাচ চলাকালীন কোচের সাথে মতবিরোধের জের, 30 সেকেন্ডের মধ্যেই মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা। সূত্রের খবর, দীর্ঘ বেশ কিছুদিন ধরে কোচ অস্কার ব্রুজোর সাথে বনি-বনা হচ্ছিল না তাঁর। শোনা যায়, ইস্টবেঙ্গল শিবিরে অস্বস্তির মধ্যেও থেকে গিয়েছিলেন সিলভা।
তবে শেষ পর্যন্ত, পথপ্রদর্শক অস্কারের সাথে মতবিরোধ ও অসম্মানজনক আচরনের কারণে ইস্টবেঙ্গল থেকে বাদ পড়লেন তিনি। যদিও বেশ কয়েকটি সূত্র যা বলছে, নিজে থেকেই লাল হলুদের সাথে চুক্তি ভেঙেছেন সিলভা। শোনা যাচ্ছে, এবার আরও এক তারকার সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে ইস্টবেঙ্গলের। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ বিরাট।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কাকে বাদ দিল ইস্টবেঙ্গল?
কোচকে অশ্রদ্ধা, অসম্মান ও অগ্রহণযোগ্য আচরনের কারণে লাল হলুদ শিবিরে আর জায়গা হয়নি সিলভার। শোনা যাচ্ছে, এবার কার্যত তাঁর থেকেও বড় অপরাধের জেরে ইস্টবেঙ্গলের সাথে বিচ্ছেদ হল আরেক বিদেশির। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের আমলে নিয়োজিত ফিজিও সেনেন ফার্নান্দেজ আলভারেজের সাথে চুক্তি ভাঙল কলকাতা ময়দানের এই প্রধান।
কিন্তু কেন? জানা যাচ্ছে, সেনেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শানিয়েছে ইস্টবেঙ্গল। সূত্র বলছে, ওই বিদেশি নাকি দলের মধ্যে লবিবাজি চালাতেন। খেলোয়াড়দের উস্কানি দিতেন যাতে তাঁরা লাল হলুদ কোচ ও কর্তাদের সাথে দুর্ব্যবহার করে। লাল হলুদের আরও অভিযোগ, প্রাক্তন ফিজিও সেনেন প্রতিমুহূর্তে দলের সম্পর্কে খেলোয়াড়দের কাছে অপপ্রচার করতেন। জানা যায়, এই সেনেনের শিকার হয়েই নাকি কোচের সাথে খারাপ ব্যবহার শুরু করেন ক্লেটন। তাই তাঁর মতো একজন কুকর্তব্য পরায়ন ব্যক্তিকে আর দলে রাখতে চায়নি ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়া থেকে বরখাস্ত গম্ভীরের ঘনিষ্ঠ! আরও দুই কোচের চাকরি খেল BCCI
উল্লেখ্য, পহেলা বৈশাখের আবহে বার পুজোর দিন কোচ অস্কারের সঙ্গে বচসার জের, তাঁর দিকে একেবারে তেড়ে যাচ্ছিলেন সিলভা। সেই সময় নাকি এই ফিজও সেনেনকে হাসতে দেখা গিয়েছিল। অবশেষে দীর্ঘ বৈঠকের পর সিলভাকে ইস্টবেঙ্গল ছাড়া করতেই দলের অন্দরে ঝামেলা সৃষ্টিকারী সেনেনকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল লাল হলুদ। জানা গিয়েছে, আগামী দিনে দলের পরিবেশ ঠিক রাখতেই এমন পদক্ষেপ নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।