লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিরিয়ানি অর্ডার করলেই বিনামূল্যে ফ্লাইটের টিকিট! বিরাট অফার Swiggy, IndiGo-র

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রান্না করার সময় নেই! খাবার অর্ডার করে খান নিশ্চয়ই? সেক্ষেত্রে Swiggy-ই হয়তো প্রথম পছন্দ। তবে আপনার জন্য রয়েছে সুখবর। হ্যাঁ, এবার থেকে পছন্দের খাবার অর্ডার করলেই ফ্লাইট বুকিংয়ে বিরাট ছাড় দিচ্ছে ভারতের এই ফুড জায়েন্ট। জানা গিয়েছে, অর্ডারের পরিমাণ যত বেশি হবে বিমানের টিকিটে ছাড়ও তত বেশি পাবেন গ্রাহকরা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

IndiGo-র সাথে বড় অংশীদারিত্ব Swiggy-র

বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের অন্যতম বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের সাথে গাঁটছড়া বেঁধেছে ভারতের অন্যতম বৃহৎ ফুড ডেলিভারি সংস্থা Swiggy। আর সেই সূত্র ধরেই, Swiggy-তে পছন্দের খাবার অর্ডার করে IndiGo এয়ারলাইন্সের ফ্লাইট গুলিতে ভ্রমণ করতে পারবেন গ্রাহকরা। কীভাবে? জানব।

READ MORE:  Indian Cricketer Died: IPL শুরুর আগেই দুঃসংবাদ! প্রয়াত ২৮ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার | Indian Cricketer Died Before IPL

কারা এই সুবিধা পাবেন?

প্রথমেই জানিয়ে রাখি, ভারতের অন্যতম বড় ফুড ডেলিভারি পার্টনার Swiggy, ইন্ডিয়ান এয়ারলাইন্স IndiGo-র সাথে যে অংশীদারিত্ব গড়েছে তাতে মূলত লাভবান হবেন IndiGo-র ব্লু চিপস সদস্যরা। হ্যাঁ, IndiGo-র ব্লু চিপ মেম্বাররা যেকোনও সময়ে Swiggy থেকে খাবার অর্ডার করে ফ্লাইট বুকিংয়ে বড় ছাড় পেতে পারেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সেক্ষেত্রে বলে রাখি, পছন্দের খাবার ছাড়াও গ্রসারি অর্থাৎ মুদি বাজার করে Swiggy-র তরফে IndiGo-র ফ্লাইট বুকিংয়ে বড়সড় ছাড় পেতে পারেন ব্লু চিপ মেম্বাররা। এক কথায় বলতে গেলে, খাবার অর্ডারের পর অ্যাকাউন্টে জমা হবে ব্লু চিপস। আর তা দিয়েই পরবর্তীতে যেকোনও বিমানের টিকিট বুক করতে পারবেন ব্যবহারকারীরা।

READ MORE:  KKR Vs RCB: ১৭ মরসুমেই হার! প্রকাশ্যে RCB-র বড় দুর্বলতা, কাজে লাগাতে পারবে KKR? | RCB's Faults In IPl

কীভাবে এই সুবিধা নেবেন?

ভারতের দুই বৃহৎ সংস্থার আকর্ষণীয় অফার অ্যাভিল করতে হলে, প্রথমেই নিজের স্মার্টফোনে Swiggy অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর নিজের Indigo Bluechip অ্যাকাউন্টের সাথে Swiggy অ্যাকাউন্টটি লিঙ্ক করলেই কাজ শেষ। তবে হ্যাঁ, এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই Indigo Bluechip সদস্য হতে হবে।

অবশ্যই পড়ুন: IPL-র জাত শত্রু! এই ব্যক্তির থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ BCCI-র

বলা বাহুল্য, Indigo Bluechip অ্যাকাউন্ট Swiggy অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক হয়ে গেলেই পরবর্তী সময়ে খাবার অর্ডার করার সাথে সাথেই ব্লু চিপ জমতে থাকবে অ্যাকাউন্টে। খোলসা করে বলতে গেলে, প্রতি 100 টাকার অর্ডারে 1টি করে ব্লু চিপ পাবেন গ্রাহকরা। এরপর যত অর্ডার করবেন, ব্লু চিপের সংখ্যাও বাড়তে থাকবে তরতরিয়ে। পরবর্তীতে ওই ব্লু চিপ দিয়েই যেকোনও Indigo ফ্লাইট বুক করতে পারবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য, এই ব্লু চিপের নির্দিষ্ট কোনও মেয়াদ নেই। কাজেই এটি যেকোনও সময়ে, যেকোনও বছরে ব্যবহার করা যেতে পারে।

READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি, টানা বৃদ্ধির পর পতন সোনা, রুপোর দামে! রইল আজকের রেট | Silver, Gold Price Down

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.