লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Motorola Edge 60 Specification: বাজারে ঝড় তুলতে আসছে Motorola Edge 60, ২৪ জিবি র‌্যাম সহ থাকবে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা | Motorola Edge 60 Render Design Image

Published on:

Motorola সম্প্রতি ভারতে Moto Edge 60 Fusion এবং Edge 60 Stylus লঞ্চ করার পর এবার এই সিরিজের আরও একটি ফোন বাজারে আনতে চলেছে, যার নাম Motorola Edge 60। ডিভাইসটি আগামী ২৪ এপ্রিল লঞ্চ হতে পারে। ওইদিনই Razr 60 সিরিজ এবং Edge 60 Pro মডেলের উপর থেকেও পর্দা সরানো হতে পারে। লঞ্চের আগে আজ জনপ্রিয় টিপস্টার @evleaks, এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে Motorola Edge 60 ফোনটির প্রেস রেন্ডার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

READ MORE:  BGMI সহ বিভিন্ন মোবাইল গেম খেলার জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে Realme, এই মাসেই লঞ্চ

Motorola Edge 60 এর স্পেসিফিকেশন ও ফিচার

টিপস্টার জানিয়েছেন, মোটোরোলা এজ ৬০ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি কার্ভড pOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। এটি ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ পাওয়া যেতে পারে। এর সাথে ১২ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

READ MORE:  এপ্রিলেই সেরা ফিচার্স সহ আসছে Motorola Edge 60 Fusion, দাম কত হবে জেনে রাখুন | Motorola Edge 60 Fusion India Launch Date

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৬০ ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony Lytia 700C প্রাইমারি সেন্সর থাকতে পারে, যা OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। এর সঙ্গে আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩x টেলিফটো লেন্স যুক্ত থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যেতে পারে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারির কথা বললে, Motorola Edge 60 ডিভাইসটি ৫২০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৬৮ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করবে। আর এতে মিলিটারি-গ্রেড বিল্ড কোয়ালিটি (MIL-STD-810H) সার্টিফিকেশন থাকবে। সাথে জল ও ধুলোর বিরুদ্ধে সুরক্ষা দিতে পাওয়া যাবে আইপি৬৯ রেটিং।

READ MORE:  iPhone 16e Discount: আরও কমল দাম, লঞ্চের পর সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে নতুন iPhone 16e | iPhone 16e Price

আসন্ন এই মোটোরোলা ফোনটির দাম এখনও জানা যায়নি, তবে স্পেসিফিকেশন অনুযায়ী এটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.