অপ্পো শীঘ্রই K12 সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo K12s লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইসটি আগামী ২২ এপ্রিল বাজারে পা রাখবে। ইতিমধ্যেই ফোনটির ছবি ও গুরুত্বপূর্ণ কিছু ফিচার সামনে এসেছে। আর এই তথ্যগুলি প্রকাশ করেছে স্বয়ং অপ্পো নিজেই। আসুন Oppo K12s সম্পর্কে কি কি তথ্য জানা গেছে দেখে নেওয়া যাক।
Oppo K12s এর স্পেসিফিকেশন ও ফিচার
আসন্ন অপ্পো কে১২এস স্মার্টফোন ৭,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে জানা গেছে। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। সংস্থার তরফে বলা হয়েছে, এই ব্যাটারি একটানা ১,৮০০ চার্জ সাইকেল পর্যন্ত ব্যবহার করলেও, এর মাত্র ২০ শতাংশ ক্ষমতা ক্ষয় হবে। এর সোজাসুজি অর্থ, কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত ফোনটির ব্যাটারি ভালো পারফরম্যান্স দেবে।
এদিকে অপ্পো কে১২এস তিনটি রঙে পাওয়া যাবে বলে জানা গেছে – সাদা, বেগুনি ও কালো। সম্প্রতি চীনের TENAA সার্টিফিকেশন সাইটে এই ডিভাইসটি উপস্থিত হয়, জানা যায় এতে থাকবে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পারফরম্যান্সের জন্য Oppo K12s স্মার্টফোনে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর। এটি ৮ বা ১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬/৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সেন্সর থাকতে পারে। সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।