লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Kolkata Knight Riders: ভরাডুবির মধ্যেই KKR-র জন্য সুখবর! দলে ফিরতে পারেন পুরনো সতীর্থ | Nayar May Return To KKR

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘনিষ্ঠ সহকারি হারিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। মেয়াদ শেষ হওয়ার আগেই মাত্র 8 মাসের মধ্যে অভিষেক নয়ারকে চাকরি থেকে ছাঁটাই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নেপথ্যে ঠিক কোন কারণ, তা আলাদাভাবে উল্লেখ করেননি বোর্ড কর্তারা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

তবে সূত্র যা বলছে, অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন ড্রেসিং রুম থেকে গোপন তথ্য ফাঁস হওয়ার জেরে নায়ারকে বরখাস্ত করেছে বোর্ড। এহেন আবহে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পুরনো গন্তব্যে ফিরবেন অভিষেক? হ্যাঁ! পুরনো ডেরা অর্থাৎ চেনা কলকাতা নাইট রাইডার্সে নায়ারের প্রত্যাবর্তন নিয়ে বেড়েছে জল্পনা। তবে সম্ভবনা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়।

READ MORE:  Mohun Bagan Vs Mohammedan: মহমেডানকে গোলের মালা পরিয়ে লিগ শীর্ষে, তবুও খুশি নন মোহনবাগান কোচ | Mohun Bagan Super Giant Coach Not Happy

3 মহারথীকে একসঙ্গে ছাঁটাই করে BCCI

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের রেশ কাটতে না কাটতেই মেয়াদের মাত্র 8 মাসের মধ্যে গৌতম গম্ভীর ঘনিষ্ঠ সহকারি কোচ অভিষেক নায়ারের চাকরি খেয়েছে BCCI। তবে নায়ার একা নন, ফিল্ডিং কোচ টি দিলীপ ও গুরুত্বপূর্ণ কোচিং স্টাফ তথা প্রশিক্ষক সোহম দেশাইকেও 3 বছরের মেয়াদ শেষ হতেই বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

যদিও বর্তমানে, দলে দুই মহারথীর বিকল্প রয়েছে। ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সীতাংশু কোটাক, ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন রায়ান টেন দুশখাতে। কাজেই এখনই নায়ারদের বিকল্প নিয়ে বাড়তি চিন্তা নেই বোর্ডের। তবে শোনা যাচ্ছে, সোহম দেশাইয়ের বিকল্প প্রশিক্ষক হিসেবে নিয়োগ করা হতে পারে পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত আদ্রিয়ান লেরক্সকে।

READ MORE:  KKR Captain: শ্রেয়সের জায়গায় নাইটদের অধিনায়ক হতে চান তিনি! স্পষ্ট জানালেন KKR তারকা | Venkatesh Iyer Want To Be Kolkata Knight Riders Captain

KKR-এ আদৌ যোগ দেবেন অভিষেক?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বড় ধাক্কার পর অনেকেই মনে করছেন, কলকাতার দুঃসময়ের মাঝে ফের চেনা নাইট শিবিরে ভিড়তে পারেন অভিষেক নায়ার। যদিও সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। সূত্র বলছে, চলতি মরসুমে 7 ম্যাচের মাত্র তিনটিতে জিতে নাইটদের যা অবস্থা, তাতে নায়ারের প্রত্যাবর্তন কলকাতার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। যদিও ওয়াকিবহাল মহল বলছে, নায়ার যদি কলকাতায় ফেরেন তবে এ মরসুম তাঁকে অ্যাকাডেমিতেই কাটাতে হবে। এমন জল্পনার মাঝেই সম্ভবনা উসকে দিলেন নাইট তারকা বরুণ চক্রবর্তী।

অবশ্যই পড়ুন: আচমকা বদলে গেল ইস্টবেঙ্গল-কেরালা সুপার কাপ ম্যাচের সময়! কবে হবে খেলা?

বরুণের ইনস্টাগ্রাম পোস্ট

অভিষেক নায়ারের কলকাতায় ফেরার জল্পনার মাঝেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তন পথপ্রদর্শক তথা নাইট শিবিরের পুরনো দিনের সৈনিক অভিষেকের সাথে বহু আগের একটি ছবি স্টোরিতে শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার বরুণ চক্রবর্তী। খেলোয়াড়ের এমন পোষ্টের পরই নায়ারের নাইট শিবিরে প্রত্যাবর্তন একেবারে পাকা বলেই ধরে নিচ্ছেন সমর্থকরা।

 

READ MORE:  কোহলিকে বিরাট শিক্ষা! নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফেলল RCB

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.