লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ISRO Apprentice Recruitment 2025: ISRO-তে প্রচুর শিক্ষানবিশ নিয়োগ, ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট হলেই পরীক্ষা ছাড়া চাকরি | Job In ISRO

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য পাস করা একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডার? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ এবার আপনি স্বপ্নের কেরিয়ার শুরু করতে পারেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-তে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। ISRO এর তরফ থেকে প্রচুর শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ভারতীয় নাগরিক হলে ন্যূনতম যোগ্যতায় আবেদন করা যাবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন ট্রেডের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | ISRO Apprentice Recruitment 2025 |

এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যা জানা গিয়েছে, অ্যাপ্রেন্টিস পদে এখানে নিয়োগ করা হবে। তবে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। শূন্যপদের দিকে যদি তাকাই, তাহলে মোট ৭৫টি শূন্যপদ থাকছে। যেখানে Graduate Apprentice Trainee পদে ৪৬টি, Diploma Apprentice Trainee পদে ১৫টি, Diploma in Commercial Practice পদে ৫টি এবং Trade ITI Apprentice পদে ৯টি শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

যেহেতু আলাদা আলাদা ট্রেডে নিয়োগ করা হচ্ছে, তাই প্রত্যেকটি ট্রেডের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা লাগবে। যেমনটা জানা যাচ্ছে Graduate Apprentice পদে আবেদন করতে হলে B.E/B.Tech ডিগ্রি অর্জন করতে হবে। Diploma Apprentice পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এবং Trade ITI Apprentice পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস করতে হবে।

READ MORE:  ৭২ দিনের জন্য ফ্রি কল, ডেটা, OTT! কম খরচে জিওর এই প্ল্যানে মিলছে ভরপুর সুবিধা

বয়স সীমা কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের ন্যূনতম ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করা যাবে। সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও দেওয়া হবে।

স্টাইপেন্ড

যেহেতু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, তাই প্রতি মাসে চাকরিপ্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, Graduate Apprentice পদে নিযুক্ত হলে প্রতি মাসে ৯০০০/- টাকা, Diploma Apprentice পদে নিযুক্ত হলে প্রতি মাসে ৮০০০/- টাকা এবং Trade ITI Apprentice পদে নিযুক্ত হলে প্রতি মাসে ৭০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

READ MORE:  মানা হলো না সরকারি কর্মীদের দাবি, মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা

কীভাবে আবেদন করবেন?

যারা ISRO-র অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে ISRO-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 
  • এরপর “Careers” বা “Apprentice Recruitment” সেকশনে ক্লিক করুন।
  • এরপর যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে বেছে নিন।
  • এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। 
  • এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। 
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। 
  • সবশেষে সাবমিট করুন এবং প্রিন্ট আউট রেখে দিন।
READ MORE:  ১০০ টাকার রিচার্জ এক ঘণ্টাতেই শেষ! স্মার্ট মিটারের নামে লুট করছে বাংলা

গুরুত্বপূর্ণ তারিখ

জানিয়ে রাখি, এখানে ২১শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

কীভাবে নিয়োগ করা হবে?

এখানে কোনরকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না বলেই জানানো হয়েছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বর অনুযায়ী শর্টলিস্টেড করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.