লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Starlink: ভারতের চিত্র বদলে দেবে স্টারলিঙ্ক! হাই স্পিড ইন্টারনেট সহ আর কী কী সুবিধা পাবনে? জানুন | Benefits Of Starlink In India

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেসলা এবং স্পেসএক্স কর্তা ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিঙ্ক (Starlink) ইতিমধ্যেই ভারতের দুই বৃহত্তর টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio ও Airtel-র সাথে একটি চুক্তি করেছে। যার দৌলতে খুব শীঘ্রই স্টারলিঙ্কের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবার Jio ও Airtel পরিকাঠামোর মাধ্যমে পাবেন ভারতীয় গ্রাহকরা। আর কী কী সুবিধা পাওয়া যাবে? স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবার দৌলতে কি আদৌ কোনও পরিবর্তন আসবে দেশের ইন্টারনেট ব্যবস্থায়? এমন একাধিক প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবায় বদলে যাবে ভারতের চিত্র?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইলন মাস্ক সংস্থা স্টারলিঙ্ক মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রদান করে। সেক্ষেত্রে, ভারতে এই উন্নত প্রযুক্তির ইন্টারনেট পরিষেবা চালু করা গেলে এটি দেশবাসীর জন্য অত্যন্ত সহায়ক হবে। কীভাবে? স্টারলিঙ্ক মূলত এমন এক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা, যা সাধারণত ভারতের 20 শতাংশ এলাকা যেখানে কোনও রকম ইন্টারনেট কভারেজ নেই, সেই সব ডার্ক স্পট এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে পারবে। এই পরিষেবাটি মূলত তাৎক্ষণিকভাবেই পাওয়া যাবে। তবে বেশ কয়েকটি সূত্র যা জানাচ্ছে, এটি অন্যান্য পরিষেবার থেকে বেশ খানিকটা ব্যয়বহুল।

READ MORE:  India Vs England: চতুর্থ T20-তে একাধিক পরিবর্তন, হারের পর বদলে যাবে টিম ইন্ডিয়া! কেমন হবে প্রথম একাদশ? | Team India Possible XI In 4th T20

একাধিক রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্ক পরিষেবার ব্যয় কিছুটা বেশি হলেও এটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ইন্টারনেট পরিষেবা অক্ষুণ্ন রাখে। যার অন্যতম কারণ, প্রথমত এটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা। দ্বিতীয়ত, মহাকাশে অন্তত 6,500 স্যাটেলাইট রয়েছে স্টারলিঙ্কের। ফলত, যেকোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেট পরিষেবা অব্যাহত রাখতে সক্ষম মাস্ক সংস্থা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

স্টারলিঙ্কের সবচেয়ে বড় সুবিধা

ভারতের বিভিন্ন টেলিকম নেটওয়ার্ক সংস্থা গুলির হাত ধরে স্টারলিঙ্ক যদি একবার পাকাপাকিভাবে ভারতে প্রবেশ করতে পারে, তবে আগামী দিনে ইন্টারনেট সংযোগ নিয়ে আর চিন্তা করতে হবে না গ্রাহকদের। সূত্রের খবর, স্টারলিঙ্ক মূলত Jio ও Airtel-র মতো বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সংস্থাগুলিকে কাজে লাগিয়ে ভারতে নিজের প্রযৌক্তিক ক্ষমতা জাহির করবে।

READ MORE:  Offbeat Summer Destinations: ভুলে যাবেন দার্জিলিং! গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৪ অফবিট জায়গা থেকে | Top 4 Tourist Places In India For Summer

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা ভারতের যেকোনও দুর্গম অঞ্চলে কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করছে, দেশের যে সকল প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা নেই, সেখানেও সহজে পৌঁছে যাবে স্টারলিঙ্কের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট।

অবশ্যই পড়ুন: ১লা মে থেকে FASTag বন্ধ নয়, জানাল সরকার! রয়েছে অন্য প্ল্যান

প্রসঙ্গত, ইলন মাস্ক সংস্থা স্টারলিঙ্ক আসলে একটি গোটা স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম পরিচালনা করে। এই বিদেশি সংস্থা স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে নিজস্ব স্যাটেলাইট লঞ্চার ও উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে। কাজেই বলা যেতে পারে, স্টারলিঙ্ক যদি আগামী দিনে পাকাপাকিভাবে ভারতকে নিজের ব্যবসায়িক ক্ষেত্রে হিসেবে বেছে নেয়, সেক্ষেত্রে বিরাট লাভবান হবেন দেশের বহু মোবাইল ফোন ব্যবহারকারী।

READ MORE:  Virat Kohli: ছেত্রীর পথেই হাঁটবেন বিরাট! অবসর ভেঙে টি-টোয়েন্টি দলে যোগ দিচ্ছেন কোহলি? | May Virat Kohli Return To T20 Cricket

সূত্র বলছে, শুধু স্মার্টফোন নয় কম্পিউটার ভিত্তিক সেক্টর থেকে শুরু করে বাকি সব ক্ষেত্রেই হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করবে এই স্টারলিঙ্ক। উল্লেখযোগ্য বিষয় হল, স্টারলিঙ্কের স্যাটেলাইট ভিত্তিক একটি নিজস্ব সিস্টেম রয়েছে, যা ভারতের জনপ্রিয় দুই টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio ও Airtel-র কাছে আপাতত নেই।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.