বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের ফাটল আলগা হয়েছে। শান্তিতে নোবেল জয়ী মহম্মদ ইউনূসের হাতে ক্ষমতা যেতেই একেবারে বদলে গিয়েছে ওপার বাংলার (Bangladesh) চেহারা। নিয়মিত হিন্দু হত্যা, সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার, জমি বেদখল, লুঠপাট থেকে শুরু করে নানান অপকর্মের জন্য ভারত তো বটেই সেই সাথে আন্তর্জাতিক মঞ্চেও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বাংলাদেশের। উন্নত বিশ্বের একাধিক দেশের উপদেশ সত্বেও নিজের জায়গা থেকে এক চুলও সরে দাঁড়াননি ইউনূস।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
প্রতিমুহূর্তে ভারত বিরোধী কুচুটে বুদ্ধি ও চিনের সাথে সখ্যতা বৃদ্ধি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ওপার বাংলার প্রধান। সম্প্রতি ভারতকে শায়েস্তা করতে গিয়ে স্থলপথে সুতো আমদানি নিষিদ্ধ করে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন ইউনূস! এহেন আবহে রবিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টার গলায় শোনা গেল ভিন্ন সুর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, ওপার বাংলার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহামুদ জানান, ভারতের সাহায্য ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে না।
ভারত বিরোধী হয়েই নতুন সুর তুলল বাংলাদেশ!
বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত রবিবার ওপার বাংলার পরিকল্পনা মন্ত্রণালয়ের একনেক সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আচমকা বড় মন্তব্য করে বসেন বাংলাদেশের পরিকল্পনা উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওপার বাংলার পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ বলেন, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প ব্যর্থ হয়েছে। তাই ভবিষ্যৎ অর্থনীতির কথা মাথায় রেখে আগামী দিনে চট্টগ্রামের সমুদ্র উপকূলে বে টার্মিনালের অবকাঠামো প্রস্তুত করা হবে। তাঁর বক্তব্য ছিল, বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় সাড়ে 13 হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
অবশ্যই পড়ুন: শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে দুঃসংবাদ
এদিন বাংলাদেশের সমুদ্র উপকূলে নতুন টার্মিনাল অবকাঠামো তৈরির বিষয়ে কথা বলতে বলতে আচমকা, ভারত-বাংলাদেশ তিস্তা প্রকল্প নিয়ে মুখ খোলেন ওপার বাংলার পরিকল্পনা উপদেষ্টা। মাহমুদের বক্তব্য ছিল, তিস্তা প্রকল্প আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা সে বিষয়ে এখনও সংশয়ে রয়েছি আমরা। তিস্তা প্রকল্পের দৌলতে বাংলাদেশ যেটুকু জল পায় সেটা নাকি ভারতের সহযোগিতা ছাড়াই।
বাংলাদেশ যেটুকু জল পায় সেই জল পুরোপুরি ব্যবহার করে জলাধার নির্মাণ কিংবা জল আটকে রেখে বড় কোনও কাজে লাগানো যায় কিনা সে বিষয়ে এখনও কোনও পরিকল্পনা তৈরি হয়নি। তবে বাংলাদেশের উপদেষ্টার বক্তব্য ছিল, তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে তা ভারতের সাহায্য ছাড়া সম্ভব নয়! ভারতের সহযোগিতা না থাকলে এই কাজ যথেষ্ট কঠিন হবে!