লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Best Fielder: বাদ জন্টি, বিশ্বের সেরা ফিল্ডার হিসেবে টিম ইন্ডিয়ার তারকাকে বাছলেন নেহরা | Best Fielder In International Cricket

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বিশ্বে সবচেয়ে সেরা ফিল্ডার (Best Fielder) কে? উত্তরটা প্রত্যেকের কাছেই ভিন্ন। কেউ বলবেন, বর্তমান সময়ের গ্লেন ফিলিপ্সের নাম, কেউ পুরনো দিনে ফিরে গিয়ে সেরা ফিল্ডার হিসেবে জন্টি রোডসের নাম আগে উচ্চারণ করবেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এছাড়াও ভারতীয় ফিল্ডারদের মধ্যে যুবরাজ সিং, মহম্মদ কাইফ, রবীন্দ্র জাদেজারাও নিজেদের ফিল্ডিং দক্ষতা দেখিয়ে শিরোনামে উঠে এসেছেন। কিন্তু তাদের মধ্যে বিশ্বসেরা ফিল্ডার কে? খুঁজে নিলেন ভারতীয় পেসার তথা গুজরাত টাইটান্সের হেড কোচ আশিস নেহরা।

READ MORE:  টন টন হলুদ ধাতু! বাংলার পাশেই বৃহত্তম সোনার খনির খোঁজ, বদলে যাবে দেশের ছবি

কাকে বিশ্বের সবচেয়ে সেরা ফিল্ডার হিসেবে বাছলেন আশিস?

সম্প্রতি প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সবচেয়ে সেরা ফিল্ডার হিসেবে তিনি শুধুমাত্র স্বদেশী রবীন্দ্র জাদেজাকেই দেখছেন। শুভমনদের হেড কোচের বক্তব্য, আমার দীর্ঘ কেরিয়ারে বহু প্লেয়ার, ফিল্ডার দেখেছি। এমন অনেক ফিল্ডার রয়েছেন যাঁরা সার্কেলের ভেতরে কিংবা বাউন্ডারি লাইনের একেবারে গা ঘেঁষে দুর্দান্ত ফিল্ডিং করেন। মূলত জন্টি রোডসকে বিশ্বের সেরা ফিল্ডার হিসেবে ধরা হয়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এছাড়াও এবি ডিভিলিয়ার্সদের নামও তোলেন অনেকেই। তবে আমাকে বিশ্বের সেরা ফিল্ডারের সম্পর্কে বলতে বলা হলে রবীন্দ্র জাদেজাকে সবার ওপরে রাখব। ক্রিকেটে এত বছর ধরে একইভাবে ক্ষিপ্ত ফিল্ডিং করে চলেছেন তিনি। নিজের ফিটনেস একেবারে শক্ত হাতে ধরে রেখেছেন। জাদেজার ফিল্ডিং দেখে আমি সত্যিই অভিভূত। এদিন নেহরা বলেন, আমি সত্যিই জানি না জাদেজা ঠিক কী খায়, তবে সে যেটা খায় তা আমাদেরও খাওয়া উচিত।

অবশ্যই পড়ুন: টানা হারে বিধ্বস্ত রাহানেরা! এখনও কীভাবে প্লে-অফে যাবে KKR? দেখুন সমীকরণ

বোর্ডের চুক্তিতে জায়গা ধরে রেখেছেন জাদেজা

সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া সত্বেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। আর এখানেই উঠছে প্রশ্ন। ভারতীয় সমর্থকদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও কেন তাঁদের A+ গ্রেডে রাখা হল? জানিয়ে রাখি, এই তিন মহারথী ছাড়াও BCCI-র কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে বহাল রয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও।

READ MORE:  বাবা প্রাক্তন সেনাকর্মী, ছেলে NDA পরীক্ষায় ভারত সেরা! যুদ্ধবিমান চালাবেন বোলপুরের ইমন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.