পার্থ সারথি মান্না, কলকাতাঃ গরম পড়তেই পাহাড়ে ভিড় জমেছে পর্যটকদের। এমন সময়েই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। আজ অর্থাৎ মঙ্গলবার জঙ্গি হামলার জেরে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যাদের মধ্যে ভারতীয়রা তো বটেই, ছিলেন বিদেশী পর্যটক সহ স্থানীয়রাও। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে দি রেসিস্টেন্স ফ্রন্ট (TRF) যেটি একটি লস্করের একটি জঙ্গি শাখা সংস্থা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা
যেমনটা জানা যাচ্ছে, দুপুরে পর্যটকদের ভিড়ে মিশে গিয়েছিল জঙ্গিরা। যে হামলাকারীরা এসেছিল তারা পর্যটকদের থেকে নাম জিজ্ঞাসা করে গুলি চালিয়েছে। মহিলা, বয়স্ক থেকে শুরু করে বাচ্চাদের উপরের গুলি চালানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর মতে, দু-তিন জন আর্মির মত পোশাকে দৌড়ে এল এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করল। খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। একইসাথে দুষ্কৃতীদের ধরার জন্য অ্যান্টি টেরোরিস্ট অপারেশন চালু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের ধরা যায়নি।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আহতদের হেলিকপ্টরের মাধ্যমে উদ্ধার করার কাজ শুরু হেয়ছে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে হাওয়া হচ্ছে। তবে এখনও আহত ও নিহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া
এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমার আব্দুল্লাহ। তিনি জানান, এটা একেবারে ঘৃণ্য একটা ঘটনা। বিগত কয়েক বছরে অসামরিক যে সমস্ত হামলা হয়েছে তার তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই হামলায়।
বর্তমানে সৌদি আরবের সফরে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফোনে কথা বলেছেন এই বিষয়ে। মোদীজির মতে, জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সমস্ত রকমের সম্ভাব্য সাহায্য প্রদান করা হচ্ছে। এই জঘণ্য কাজের পিছনে যারা আছে তাদের রেহাই দেওয়া হবে না, যথাযথ বিচার হবে…।