লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার, Samsung Galaxy S25 FE আসতে পারে এই প্রসেসরের সাথে

Published on:

Samsung তাদের ‘Fan Edition’ বা ‘FE’ সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার অফার করে। ২০২৪ সালের অক্টোবরে Galaxy S24 FE বাজারে আনার পর, ফ্যানেরা অপেক্ষায় আছেন এর উত্তরসূরি Galaxy S25 FE এর জন্য। যদিও এখনো এর লঞ্চের তারিখ জানা যায়নি। তবে আজ একটি নয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে এতে এক্সিনোস ২৪০০ই (Exynos 2400e) চিপসেট ব্যবহার করা হবে।

READ MORE:  Infinix Note 50x 5G Plus Launched: সবচেয়ে সস্তা মিলিটারি গ্রেড ফোন আনল Infinix, দুর্ধর্ষ ফিচার সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Infinix Note 50x 5G Plus Price India

এরপরই হতাশ হয়েছেন অনেক ব্যবহারকারী, কারণ Galaxy S24 FE-তেও একই চিপসেট ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ, নতুন মডেলে হার্ডওয়্যারের দিক থেকে বড় কোনো আপগ্রেড দেখা যাবে না। স্বাভাবিকভাবেই স্মার্টফোনটি বাজার দখলের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে।

তবে মনে রাখবেন যে, এটি এখনো আনঅফিশিয়াল তথ্য। স্যামসাংয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, একই সূত্র এর আগে Galaxy XCover7 Pro এবং Galaxy Tab Active5 Pro সম্পর্কে সঠিক তথ্য দিয়েছিল। ফলে নয়া এই রিপোর্টকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

READ MORE:  রেডমির নয়া চমক সস্তায়, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ করল দুর্দান্ত ফোন | Redmi 13x Launched

উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল Galaxy Z Flip FE বা Z Flip7 FE মডেলেও এক্সিনোস ২৪০০ই চিপসেট থাকবে। তাই মনে করা হচ্ছে, ২০২৫ সালে স্যামসাং তাদের ‘FE’ সিরিজের ডিভাইসগুলোতেও এই চিপসেট ব্যবহার করবে। এখন দেখার নয়া এই রিপোর্ট কতটা সত্যি হয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.