সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা শহরের ব্যস্ততম পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম মেট্রো (Kolkata Metro)। তবে যারা গ্রিন লাইন মেট্রোতে নিত্য অফিস যাতায়াত বা স্কুল-কলেজে যাতায়াত করেন, তাদের জন্য ভোগান্তি। হ্যাঁ, কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে যে, গ্রিন লাইন পরিষেবা তিন দিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কিন্তু কেন হঠাৎ এরকম নির্দেশিকা? আর কবে কবেই বন্ধ থাকছে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোন কোন দিন বন্ধ থাকছে গ্রীন লাইন পরিষেবা?
মেট্রো রেলের সূত্র মারফত যা খবর, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন মেট্রো পরিষেবা আগামী ২৬ এপ্রিল, শনিবার থেকে শুরু করে ২৮ এপ্রিল, সোমবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে উক্ত তিন দিন যাত্রীরা এই লাইনে মেট্রোতে যাতায়াত করতে পারবে না। যার ফলে ভোগান্তিতে পড়তে হবে অনেক নিত্যযাত্রীদের।
কেন বন্ধ থাকছে মেট্রো?
মেট্রো রেলের সূত্র মারফত জানা গিয়েছে, গ্রিন লাইনের জন্য অত্যাধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম চালু করার কাজ চালাচ্ছে মেট্রো কর্পোরেশন। আর এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মেট্রো পরিষেবা হবে আরও সুরক্ষিত। এই কারণেই এসপ্ল্যানেড-শিয়ালদাতে পরীক্ষামূলক কাজ চলবে ওই তিন দিন। কাজের পরিধি এবং গুরুত্বের কথা মাথায় রেখেই উক্ত দিনগুলিতে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শুধু গ্রিন লাইন নয়, সাবওয়েতেও পড়বে প্রভাব
তিনদিন শিয়ালদা মেট্রো স্টেশন থেকে পূর্ব রেলের শিয়ালদা স্টেশন পর্যন্ত যে সাবওয়ে পরিষেবা, সেটাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হবে। তবে একদিকে চিন্তার কোন কারণ নেই। কারণ গ্রিন লাইন বন্ধ হলেও দমদম থেকে নিউ গড়িয়া ব্লু লাইন মেট্রো অন্যান্য দিনের মতোই চালু থাকবে। পাশাপাশি পার্পল এবং অরেঞ্জ লাইনও ২৮ এপ্রিল, সোমবার থেকে স্বাভাবিক হয়ে যাবে।
আইপিএলের দিন কী হবে?
প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামী ২৬ এপ্রিল শনিবার কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে খেলা রয়েছে। প্রশ্ন উঠছে, সেই রাতে কি স্পেশাল ট্রেন চলবে? তবে ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। কারণ গ্রিন লাইনে আইপিএল ম্যাচের পর কোনরকম স্পেশাল মেট্রো চালানো হচ্ছে না। তবে ব্লু লাইনে যথারীতি আইপিএল ম্যাচের পর স্পেশাল মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে।