লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Redmi Turbo 4 Pro Harry Potter Edition: দুর্ধর্ষ ফিচার সহ Redmi Turbo 4 Pro আজ লঞ্চ হচ্ছে, থাকবে বিশেষ Harry Potter Edition

Published on:

রেডমি আজ ২৪ এপ্রিল চীনে লঞ্চ করতে চলেছে Redmi Turbo 4 Pro স্মার্টফোন। শুধুমাত্র দুর্দান্ত পারফরম্যান্স নয়, দামের দিক থেকেও ফোনটি হবে বেশ সাশ্রয়ী। আর বেস মডেলের পাশাপাশি Redmi Turbo 4 Pro এর Harry Potter Edition এর উপর থেকেও আজ পর্দা সরানো হবে বলে জানা গেছে। এর আগে রেডমি দুবার হ্যারি পটার সিরিজের সাথে হাত মিলিয়ে স্পেশাল এনেছিল এনেছিল।

Redmi Turbo 4 Pro Harry Potter Edition এর বিশেষত্ব

রেডমি টার্বো ৪ প্রো এর বিশেষ এডিশনটি আগের যেকোনো হ্যারি পটার থিমের ফোনের তুলনায় বেশি কাস্টমাইজ ডিজাইন সহ আসবে। এর ব্যাক কভারে রেড এবং ব্লু কালার দিয়ে হ্যারি পটার, ভলডেমর্টসহ অন্যান্য জনপ্রিয় চরিত্রের ছবি থাকবে। শুধু বাইরের ডিজাইনই নয়, সফটওয়্যারেও পরিবর্তন নজরে আসবে। ফোনটির ইন্টারফেস বা UI হবে হ্যারি পটার থিমের সাথে মিল রেখে। সাথে থাকবে থিম অনুযায়ী কাস্টম অ্যাক্সেসরিজও।

Redmi Turbo 4 Pro Harry Potter Edition

Redmi Turbo 4 Pro এর স্পেসিফিকেশন ও দাম

রেডমি টার্বো ৪ প্রো ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের LTPS OLED ডিসপ্লে। ডিভাইসটি মেটাল ফ্রেম সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  ৫৬ শতাংশ ডিসকাউন্ট, জলের দরে Samsung Galaxy S23 ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেল | Samsung Galaxy S23 Discount Offer

ফটোগ্রাফির জন্য রেডমি টার্বো ৪ প্রো স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। আর সামনে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে।

Redmi Turbo 4-এর দাম শুরু হয়েছিল ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা) থেকে। শোনা যাচ্ছে Pro ভ্যারিয়েন্টটির মূল্য ধার্য করা হবে ২,৫০০ ইউয়ান (প্রায় ২৯,৩০০ টাকা)।

READ MORE:  দাম কমে গেল OnePlus Nord CE 4 Lite থেকে Realme NARZO 70 Turbo ফোনের, কাল অফার শেষ | Amazon Electronics Premier League Sale Smartphone Offer

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.