লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Realme Air 7 Pro Launched: ফুল চার্জে চলবে ৪৮ ঘন্টা, ANC ফিচার সহ লঞ্চ হল Realme Air 7 Pro ইয়ারবাড

Published on:

রিয়েলমি তাদের নতুন ইয়ারবাড Air 7 Pro লঞ্চ করল। এটি Air 6 Pro-এর উত্তরসূরি হিসেবে এসেছে এবং দাম রাখা হয়েছে সামান্য কম। এটি আপাতত চীনে লঞ্চ হয়েছে এবং মূল্য ধার্য করা হয়েছে ৪৫০ ইউয়ন (প্রায় ৫,২৫০ টাকা)। Realme Air 7 Pro ইয়ারবাডে পাওয়া যাবে ডুয়েল ড্রাইভার, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার ও ৪৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এটি স্যান্ড হোয়াইট, সিলভার লাইন, উইন্ড গ্রীন এবং ফায়ার রেড কালার অপশনে এসেছে। আসুন এর বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

READ MORE:  সস্তায় নতুন 5G স্মার্টফোন বাজারে আনছে Poco, ফাঁস হল র‍্যাম, প্রসেসর, ও ডিজাইন

Realme Air 7 Pro এর ফিচার

রিয়েলমি এয়ার ৭ প্রো ইয়ারবাডে আছে কো-অ্যাক্সিয়াল ডুয়েল ড্রাইভার (৬মিমি + ১১মিমি), যা দারুণ ট্রেবল এবং ডাইনামিক বেস অফার করে। এটি হাই-রেস অডিও ওয়্যারলেস সার্টিফিকেশন সহ এসেছে। এই ইয়ারবাডে LHDC 5.0 কোডেক সাপোর্ট করে। এতে পাওয়া যাবে সুইফট পেয়ার এবং মাল্টি-পয়েন্ট কানেক্টিভিটির মতো ফিচার।

Realme Buds Air 7 Pro ইয়ারফোনে আছে অ্যাভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম। এতে IP55 রেটিং উপস্থিত, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা দেবে। ইয়ারবাডটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচার সহ এসেছে। এতে ছয়টি মাইক্রোফোন দেওয়া হয়েছে। গ্যাজেটটি রিয়েল-টাইম কনভার্সেশন ট্রান্সেলেট করতে পারবে।

READ MORE:  আইফোনের ইতিহাসে প্রথমবার, 8K ভিডিও রেকর্ডিং সহ আসছে iPhone 17 সিরিজ | iPhone 17 Series Support 8K Video Recording

ব্যাটারির কথা বললে, Realme Buds Air 7 Pro ইয়ারবাডটি ANC বন্ধ রাখলে ৪৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে এবং ANC চালু থাকলে ২৬ ঘণ্টা (ইয়ারবাড ৬.৫ ঘণ্টা) পর্যন্ত চলতে পারে। আবার এটি মাত্র ১০ মিনিটের চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।

READ MORE:  Vivo X200 Ultra: ভিভোর নতুন ফোন যেন পকেট DSLR, এপ্রিলেই বাজার কাঁপাতে আসছে | Vivo X200 Ultra Specification
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.