বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) ঘটনায় দেশজুড়ে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। টলিউড থেকে বলিউড, ক্রিকেট মহল সব ক্ষেত্রেই উঠছে প্রতিশোধের আগুন! 26 জন নিরপরাধের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বহু সেলিব্রিটি। এমন দুর্ভাগ্যজনক ঘটনার পর ভারতের প্রতি সমবেদনা জানিয়েছে গোটা বিশ্ব।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এমতবস্থায়, নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন ইসলাম ধর্মালম্বী জনপ্রিয় গায়ক সেলিম মার্চেন্ট। সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পহেলগাঁও হত্যা লীলার তীব্র নিন্দা জানিয়ে একজন মুসলিম হিসেবে লজ্জা প্রকাশ করেছেন সেলিম। তারপর যা বললেন….
মুসলিম হিসেবে লজ্জা প্রকাশ সেলিমের
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও পোস্ট করে জনপ্রিয় সিঙ্গার সেলিম মার্চেন্ট জানিয়েছেন, পহেলগাঁওয়ে যাঁদের বেছে বেছে হত্যা করা হয়েছে তাঁরা শুধুমাত্র হিন্দু বলেই প্রাণ দিয়েছেন? অপরাধীদের কোনও ধর্ম হয় না। ইসলাম ধর্ম কখনই হত্যা করার মতো জঘন্য কাজ শেখায় না! যাঁরা প্রাণ নিয়েছে তাঁরা আসলে সন্ত্রাসী। এরপরই কুরানের 256 নম্বর আয়াতের কথা উল্লেখ করে গায়ক জানান, ইসলাম ধর্ম কাউকে জোর করে না। এই ধর্ম কখনই সহিংসতা শেখায় না, মুসলিম ধর্মালম্বীরা বাস্তবে এমন ধরনের মানুষ নয়।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নিজের ধর্ম প্রসঙ্গে কথা বলতে গিয়েই পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে প্রাণ খোয়ানো পর্যটকদের প্রতি সমবেদনা জানিয়ে সেলিম বলেন, মুসলিম হিসেবে আমি সত্যিই লজ্জিত। মূলত বেছে বেছে হিন্দু ভাইবোনেদের যেভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমি সত্যিই গভীরভাবে দুঃখিত। এই অপরাধ সত্যিই ঘৃণ্য। কাশ্মীরের অবস্থা ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছিল, তার মধ্যেই এমন হত্যালীলা! আমি সত্যিই আমার দুঃখ ভাষায় প্রকাশ করতে পারছি না!
অবশ্যই পড়ুন: সবচেয়ে বড় তারকাকেই বাদ দিচ্ছে KKR! শ্রেয়সদের বিরুদ্ধে কেমন হবে প্রথম একাদশ?
মৃতদের পরিবারের প্রতি সমবেদনা সেলিমের
এদিন নক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে, জনপ্রিয় গায়ক সেলিম বলেন, যাঁরা নিজের প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যাঁরা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি! ওম শান্তি! পছন্দের গায়কের এমন সহানুভূতি দেখে আপ্লুত ভক্তরা। সেলিমের আত্ম উপলব্ধির কথা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তা ছড়িয়ে পড়েছে দাবানলের গতিতে।