লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo A5 Pro Launched: বাজেটের মধ্যে এতকিছু, Oppo A5 Pro কম দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ব্যাটারি সহ লঞ্চ হল

Published on:

ওপ্পো ভারতে তাদের A-সিরিজের নতুন 5G স্মার্টফোন হিসেবে Oppo A5 Pro লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। এতে পাওয়া যাবে ৫৮০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। কোম্পানির দাবি Oppo A5 Pro যথেষ্ট টেকসই ফোন, কারণ এটি ১৪টি মিলিটারি গ্রেড টেস্টে পাশ করেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A5 Pro এর দাম ও প্রাপ্যতা

ওপ্পো এ৫ প্রো দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা, আর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটি Amazon, Flipkart, Oppo-র অফিসিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে। এটি ফেদার ব্লু ও মোচা ব্রাউন কালারে পাওয়া যাবে।

READ MORE:  Doomsday Smartphone Launched: বাজারে এল প্রোজেক্টর সহ অভিনব Doomsday স্মার্টফোন, 23800mah ব্যাটারি সঙ্গে রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা | Doomsday Smartphone 23800mah Battery

লঞ্চ অফার

লঞ্চ অফার হিসেবে Oppo A5 Pro কেনার সময় SBI, IDFC FIRST Bank, BOB Financial, Federal Bank ও DBS-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ (সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। সাথে আছে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-র সুবিধা।

Oppo A5 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ৫ প্রো এর বিশেষত্ব হল, এটি “360 Armour Body” সহ এসেছে এবং এটি ১৪টি মিলিটারি গ্রেড টেস্টে উত্তীর্ণ হয়েছে। এতে পাওয়া যাবে IP66, IP68 এবং IP69 রেটিং, ফলে জল ও ধুলো থেকে ডিভাইসটি সুরক্ষিত থাকবে। এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 7i।

READ MORE:  ১০ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে Redmi, Vivo, OnePlus স্মার্টফোন, চমকে দিল Swiggy Instamart | Swiggy Instamart 10 Minutes Smartphones Delivery Service Launched

ওপ্পো এ৫ প্রো এর সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  iPhone 16 Pro Max Discount: বাম্পার ডিসকাউন্ট, ৫৬ হাজার টাকা পর্যন্ত ছাড়ে কিনে ফেলুন iPhone 16 প্রো এবং ম্যাক্স | iPhone 16 Pro Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.