লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

EV Scooter: ওলা ইলেকট্রিক স্কুটার কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি বদলানোর খরচ চমকে দেবে

Published on:

ওলা ইলেকট্রিক (Ola Electric) কিছু মাস আগেও দেশের সেরা ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ছিল। যদিও সেই অবস্থান ধরে রাখতে পারেনি তারা। তবে আপনি যদি কম দামে বেশি রেঞ্জে ইলেকট্রিক স্কুটার নিতে চান তাহলে কোম্পানির পোর্টফোলিওতে বেশ কয়েকটি মডেল আছে। বিশেষ করে S1 Z সিরিজ, যা ওলার সবচেয়ে সাশ্রয়ী সিরিজ হিসেবে পরিচিত।

Ola S1 Z সিরিজে দুটি মডেল অন্তর্ভুক্ত – Z এবং Z+। আর এদের এক্স-শোরুম মূল্যে মাত্র ৫৯,৯৯৯ টাকা। স্কুটারদুটিতে ৩ কিলোওয়াট ব্যাটারি প্যাক রয়েছে, যা ফুল চার্জে প্রায় ১৪৬ কিমি রেঞ্জ দেবে। ওলা এই ব্যাটারির উপর ৮ বছর অথবা ৮০,০০০ কিমি পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।

READ MORE:  Toyota bZ3x Electric SUV Booking: চীনে ঝড় তুলছে টয়োটার সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি, আসতে পারে এ দেশেও | Toyota bZ3x Electric SUV Price

তবে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করতে গিয়ে অনেকেই এমন সমস্যায় পড়েন, যেখানে কয়েকবছর পর ব্যাটারি বদলানোর প্রয়োজন পড়ে। আর তারপরেই শুরু হয় ব্যবহারকারীদের চিন্তা। কারণ, ওলার ব্যাটারির ওয়ারেন্টিতে কিছু বিশেষ শর্ত প্রযোজ্য। যেমন, যদি ব্যাটারি আগুনে পুড়ে যায়, জল লেগে নষ্ট হয় বা বাইরের কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে ওয়ারেন্টির আওতায় তা ফ্রি-তে রিপ্লেস করা হয় না। ক্রেতাদের নিজের থেকে অর্থ খরচ করে ব্যাটারি পরিবর্তন করতে হয়।

READ MORE:  2025 Honda CBR150R Launched: নব কলেবরে বাজার কাঁপাতে ফিরল Honda CBR150R, শক্তিশালী ইঞ্জিন সহ সেরা লুকস | 2025 Honda CBR150R Specification

EV India-র রিপোর্ট অনুযায়ী, ওলার ৩ কিলোওয়াট ব্যাটারির দাম প্রায় ৭০,০০০ টাকা, যা S1 Z ইলেকট্রিক স্কুটারের মূল্যের চেয়েও বেশি। অন্য মডেলগুলোর ব্যাটারির দাম আরও বেশি। যেমন, Ola S1 Pro-এর ব্যাটারির দাম পড়বে ৮৭,০০০ থেকে ৯০,০০০ টাকা, Ola S1 Air-এর ব্যাটারি কিনতে গেলে খরচ হবে ৭০,০০০ টাকা। তাই ওলা স্কুটার কেনার আগে শুধু দাম নয়, ব্যাটারি রক্ষণাবেক্ষণ ও বদলানোর খরচ সম্পর্কেও ক্রেতাদের সচেতন হওয়া প্রয়োজন।

READ MORE:  ইলেকট্রিক গাড়ির ব্যাটারির জন্য বিপজ্জনক গ্রীষ্মকাল, জেনে নিন সুরক্ষার উপায় | Summer EV Battery Charging

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.