লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Royal Enfield Hunter 350 ফিরলো নতুন রূপে, দাম শুনে চমকে যাবেন

Published on:

দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এসেছে ২০২৫ সালের Royal Enfield Hunter 350। শহরের রাস্তায় সহজে চলার সুবিধা এবং ট্যুরিং প্রেমীদের জন্য উপযোগী এই বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ১.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। স্টাইলিশ লুক এবং নতুন ফিচারের সংযোজনে এটি তরুণ প্রজন্মের প্রথম পছন্দ হতে চলেছে।

Hunter 350 আগের মডেলগুলোর মতোই ৩৪৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করে, যা ২০.২ পিএস পাওয়ার এবং ২৭ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত এই ইঞ্জিন শহর এবং হাইওয়ে উভয় রাইডিংয়ের জন্য দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম।

READ MORE:  PM Awas Yojona App: আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এল AwaasPlus অ্যাপ | Pm awas yojona AwaasPlus app launch for online application

নতুন মডেলে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বাইকের রঙে বৈচিত্র্য এসেছে, নতুন গ্রাফিক্স যুক্ত হয়েছে এবং কিছু টেকনিক্যাল আপগ্রেডের ফলে রাইড কোয়ালিটি আরও মসৃণ হয়েছে। ওজন হালকা হওয়ায় ট্রাফিকের মধ্যে চালানো অনেক সহজ হবে।

সেফটির দিকে নজর দিয়ে এতে ফ্রন্ট এবং রিয়ার ডিস্ক ব্রেক সহ ডুয়াল-চ্যানেল এবিএস সিস্টেম যুক্ত করা হয়েছে। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যা সব ধরনের রাস্তায় উন্নত কমফোর্ট দেয়।

READ MORE:  Maruti Alto: অল্প টাকায় মারুতির গাড়ি, মাত্র দেড় লক্ষ টাকায়, জানুন কিভাবে

২০২৫ Hunter 350 মূলত তাদের জন্য যারা ক্লাসিক রেট্রো লুক চায়, কিন্তু আধুনিক ফিচার ও সহজ হ্যান্ডলিং চায়। তাই এটি প্রথম বাইকার থেকে শুরু করে অভিজ্ঞ রাইডারদের কাছেও সমান জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। নতুন Royal Enfield Hunter 350 বর্তমানে বুকিংয়ের জন্য উন্মুক্ত এবং খুব শীঘ্রই দেশের বিভিন্ন ডিলারশিপে উপলভ্য হবে।

READ MORE:  108 Megapixel Camera Best 10 Smartphones: 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ সেরা ফিচার, 20 হাজার টাকার মধ্যে সেরা 10 স্মার্টফোন | Best 10 Smartphones Under 20k Rupees

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.