সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক (India Pakistan) আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই দুই দেশের মধ্যে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক যুদ্ধ। একদিকে ভারত সরকার সিন্ধু জলচুক্তি স্থগিতের পথে হেঁটেছে, যার প্রভাব পড়েছে পাকিস্তানের প্রায় 20 কোটি মানুষের জীবনে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
অন্যদিকে পাকিস্তান পাল্টা চাপ দিয়ে বন্ধ করেছে ভারতের জন্য নিজের আকাশপথ। আর এই সিদ্ধান্তের মাশুল চোকাতে হচ্ছে ভারতের এয়ারলাইন্স সংস্থাগুলিকে। এর সবথেকে বড় শিকার হয়েছে দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)।
পাকিস্তানের সিদ্ধান্তে বিরাট ক্ষতি ইন্ডিগোর
পাকিস্তান সম্প্রতি তাদের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে দিয়েছে। এর জেরে শুক্রবার থেকে ইন্ডিগোর শেয়ারে ভয়াবহ পতন দেখা গিয়েছে। একদিনে এই কোম্পানির শেয়ারের মূল্য প্রায় 4 শতাংশ কমে গিয়েছে। সূত্রের খবর, একধাক্কায় বাজার মূলধন থেকে মুছে গিয়েছে 8000 কোটি টাকার বেশি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
শুক্রবার ইন্ডিগোর শেয়ার 5313.20 টাকায় বন্ধ হয়, যা বিগত দিনের তুলনায় 3.75 শতাংশ কম। এদিকে গোটা দিনের মধ্যে শেয়ারের দাম নেমে গিয়েছিল 5198.70 টাকাতে, যা দিনের শুরুর মূল্য থেকেও 321 টাকা কম।
কেন এই বিরাট পতন?
আসলে পাকিস্তান তাঁদের আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে আমেরিকা ও ইউরোপগামী বিমানের যাত্রাপথ সম্পূর্ণ বদলে যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই রুটগুলিতে প্রতিটি ফ্লাইটের যাত্রার সময় 2 থেকে 3 ঘন্টা বাড়বে। আর এর ফলে বাড়বে জ্বালানির খরচ, ক্রু মেম্বারদের ওভারটাইম খরচসহ বিভিন্ন অপারেশনাল ব্যয়।
শুধু তাই নয়, এই অতিরিক্ত ব্যয়ের সামাল দিতে সংস্থাগুলি টিকিটের দাম বাড়িয়ে দিতে পারে। অনুমান করা হচ্ছে, ভারত থেকে আমেরিকা বা ইউরোপগামী বিমানের ভ্রমণের খরচ এবার 8 থেকে 12% পর্যন্ত বাড়তে পারে।
বিগত বছরে কেমন ছিল ইন্ডিগোর রিটার্ন?
আমরা যদি বিগত বছরে ইন্ডিগোর রিটার্নের দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো বিনিয়োগকারীদের বেশ ভালো পরিমাণে রিটার্ন দিয়েছে শেয়ারটি। হ্যাঁ, গত ছয় মাসে ইন্ডিগোর শেয়ার 32 শতাংশ রিটার্ন দিয়েছে। আর চলতি বছরে এখনও পর্যন্ত শেয়ারের বৃদ্ধি হয়েছে 15.48 শতাংশ।
সূত্র বলছে, গত বছরের 25 এপ্রিল ইন্ডিগোর শেয়ারের দর ছিল 3728.45 টাকা। আর চলতি বছরের 22 এপ্রিল শেয়ারের দাম এসে দাঁড়িয়েছে 5646.90 টাকায়। অর্থাৎ, মাত্র 1 বছরের ব্যবধানে শেয়ারের মূল্য প্রায় 1918 টাকা বেড়েছে। তবে পাকিস্তানের সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে শেয়ার বৃদ্ধিতে খরা লেগেছে।
বিনিয়োগকারীদের জন্য বিরাট ধাক্কা
শুধু ইন্ডিগো সংস্থা নয়, বরং ক্ষতির সম্মুখীন হচ্ছে ইন্ডিগোর শেয়ারহোল্ডাররাও। বৃহস্পতিবার যেখানে ইন্ডিগোর বাজার মূলধন 2,13,328 কোটি টাকা ছিল, শুক্রবার সেখানে নেমে আসে 2,05,322 কোটি টাকায়। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে শেয়ারের মূলধন কমেছে 8005 কোটি টাকার বেশি। এখন দেখার ইন্ডিগোর শেয়ার আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে কিনা।