সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জেলায় জেলায় জারি করা হল ব্যাপক সতর্কতা। বিকেলে ৫ জেলায় ঝড়বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেমন থাকবে কলকাতা শহরের আবহাওয়া (Weather Update)? চলুন জেনে নেওয়া যাক।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বিকেলে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
প্রথমেই জেনে নেওয়া যাক বিকেলে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুরের বুলেটিন অনুযায়ী, শিলাবৃষ্টি ও কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কালবৈশাখী ও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। এছাড়াও বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি। অর্থাৎ বিকেলের দিকে বাংলায় ভালো রকম দুর্যোগের সম্ভাবনা রয়েছে, ফলে সতর্ক থাকুন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত
দুর্যোগের হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বিকেলে তেড়ে বৃষ্টি নামবে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে।
আগামীকালের আবহাওয়া
এখন নিশ্চয়ই ভাবছেন আগামীকাল অর্থাৎ বুধবার কেমন থাকবে বাংলার আবহাওয়া। হাওয়া অফিসের মতে, এদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতে বৃষ্টি হবে।